শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২

শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:১৮ 92 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এপিবিএন জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি করা হলে, মো. হাছান (৩৯)-এর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজান (৪৯)-এর পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৮৯৬ (আটশ ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট। জিজ্ঞাসাবাদে দুইজন জানায়, এই স্বর্ণ তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়া মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত: সাকিব জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার তথ্যপ্রযুক্তি বিপ্লবে বেগম খালেদা জিয়ার অবদান: ইতিহাসে উপেক্ষার রাজনীতি? ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ মৎস্য খামারি যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায় মন্দা রাজস্বে ঘাটতি মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন ভূমিকম্পে কাঁপল তুরস্ক ভূমিকম্পে কাঁপল তুরস্ক সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার