চুয়াডাঙ্গায় সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৯:৫৭ 47 ভিউ
চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের চার যাত্রী। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের নিকটবর্তী বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—সদর উপজেলার হিজলগাড়ি গ্রামের মৃত ইরাদ শেখের মেয়ে হোটেল কর্মচারী মাছুরা খাতুন (৫০), চুয়াডাঙ্গা জেলা শহরের মুসলিমপাড়ার মৃত রহম আলী মুন্সীর ছেলে কাপড় ব্যবসায়ী আবু তালেব মুন্সী (৬৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (২৪)। আহতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শামসুল হক গাজীর ছেলে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কোয়ালিটি কন্টোল অফিসার দেলোয়ার গাজী, দামুড়হুদার ছোটদুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে পিএসপি পাইপ কোম্পানির কর্মচারী মামুন হোসেন (২২), চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সারব্যবসায়ী ফাহাদ আহমেদ (২৩), ফাহাদের স্ত্রী প্রিয়া খাতুন (২০) ও তার ছয় মাসের শিশু সন্তান সাইম। প্রত্যক্ষদর্শী রাকিব নামের এক যুবক জানান, রাস্তায় গাছের ডাল পড়ে থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ইজিবাইকটি বন বিভাগের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহমুখী তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মাসুরা খাতুন ও আবু তালেব মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকচালকসহ বাকি যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকচালক আরিফুল ইসলাম মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েটে সংঘর্ষ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্কবার্তা ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক ৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা অবশেষে হাত মেলাল ভারত, তবে… রাত ১০টার পরও চলবে মেট্রোরেল ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে? বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল পাকিস্তানের বিপক্ষে আবারও সহজ জয় ভারতের গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান ৩ দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল ফিলিস্তিনকে ৩ দেশের স্বীকৃতিতে কী লাভ? অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক সড়কের কাজ কাগজে, বাস্তবে নেই