আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১০:৫৫ 33 ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি দল। সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আড়াইহাজারের বালিয়াপাড়া ব্রা‏হ্মন্দী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে ও সোহেল সহযোগী ফজলুল হক একই এলাকার আউয়ালের ছেলে। স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রা‏হ্মন্দী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে আরও বেপরোয়া হয়ে উঠে। মাদক কারবার ও সেবনে জড়ায়। হয়ে উঠে শীর্ষ মাদক কারবারি। সন্ত্রাসী কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। এসব অপকর্ম সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন ফজলুল হক। কেউ তাদের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করলেই তাকে সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে। র‌্যাব আরও জানায়, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এছাড়া ফজলুল হকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে আড়াইহাজার থানায় হন্তান্তরর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
’ক্রিয়েটিভ প্যারেন্টিং’ এর সাতকাহন টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয় অবশেষে নিষেধাজ্ঞাই কপালে জুটল মেসি-আলাবার জনপ্রিয় সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ আগুন যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না শেফালির শূন্যতা মেটাতে যা করছেন পরাগ ত্যাগী ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক ২১ ঘণ্টা পর লিটনের মরদেহ ফেরত দিল ভারত মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড, ১৩ জনকে উদ্ধার র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর রিসোর্ট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার স্লিপার বাস উল্টে শিশুসহ নিহত ১০ হাসপাতালের জেনারেটর গেল প্রকল্পে, বিতর্কে কর্মকর্তারা ইসরায়েলে বেজে উঠল সাইরেন আইনে নিষিদ্ধ মিনিকেটে বাজার সয়লাব বিএনপি আপাতত মাঠের কর্মসূচিতে যাচ্ছে না মাইলস্টোন ট্র্যাজেডি, দগ্ধ আরেক শিশুর মৃত্যু