মাদকাসক্ত ছেলের হাতে দৃষ্টিপ্রতিবন্ধী বাবা খুন

মাদকাসক্ত ছেলের হাতে দৃষ্টিপ্রতিবন্ধী বাবা খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২১ 63 ভিউ
লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টিপ্রতিবন্ধী (এক চোখ অন্ধ) হযরত আলী দেওয়ানকে (৭৫) কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ান (৩৫)। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের বড় ছেলে শাহ আলম (৪৫) বাদি হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মেঘনা বাজার এলাকার দেওয়ান বাড়ির দৃষ্টিপ্রতিবন্ধী হযরত আলী দেওয়ানের ছোট ছেলে মামুন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। হযরত আলীর দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে মামুন ছোট। গত পাঁচ বছর ধরে মামুন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় মামুন তার বাবা হযরত আলীর সঙ্গে টাকা ও খাবার নিয়ে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে বসতঘরের সামনে টিউবওয়েল (কলপাড়ে) ছেলে মামুন ধারালো দা দিয়ে মাথার ডান দিকের অংশে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়। এ সময় পরিবারের শিশু সদস্য নাতিন এগিয়ে আসলে চিৎকার দিলে তাকেও ধাওয়া করে। মামুনকে আটকের চেষ্টা করা হলে তিনি দ্রুত দা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক মামুনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে রায়পুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। এর আগেই ঘাতক মামুন পালিয়ে যায় এবং রাত ২টায় নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের রোকন দেওয়ান বলেন, ছেলেটি গ্রামে মাদক সেবন ও সাঙ্গপাঙ্গো নিয়ে বিক্রি করত। তিন মাস আগেও মাদকসহ ছেলেটিকে ডিবি পুলিশ আটক করে। কয়েকদিন আগে তাকে তার স্ত্রী জামিনে বাড়িতে নিয়ে আসে। বুধবার সন্ধায় হঠাৎ করে দৃষ্টিপ্রতিবন্ধি অসহায় বাবা হযরত আলী দেওয়ানকে কুপিয়ে হত্যা করে। রায়পুর থানা পুলিশের ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, নিহত হযরত আলী দেওয়ানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের বড় ছেলে শাহ আলম বাদি হয়ে ছোট ভাই মামুনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার একের পর এক উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি এ মাসে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা হলোকাস্ট অস্বীকারের মতো ঘৃণ্য গাজায় ক্ষুধা অস্বীকার জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার গাজার সর্বত্র রক্ত-ক্ষুধা-মৃত্যু তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ ফিট থাকতে ঘুম থেকে ওঠার পর যেসব কাজ জরুরি রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা চোখ রাঙাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবনের শঙ্কা মায়ের সঙ্গে প্রেম করে মেয়েকে বিয়ে, পরে দু’জনকেই পুড়িয়ে হত্যা! তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, তীব্র হচ্ছে বন্যার শঙ্কা অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ, বিএনপি নেতাসহ আটক ২ গুলশানের চাঁদাবাজিতে রিয়াদের দায় স্বীকার শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত