বরগুনায় ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:১৬ 51 ভিউ
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়। মৃত দুজন হলেন-সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা চান মিয়া (৭৫) ও বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা গোসাই দাস (৭০)। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোসাই দাস ও দুপুরের দিকে চান মিয়ার মৃত্যু হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক রাতে বিষয়টি নিশ্চিত করেন। গত ছয় মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন। এদিকে পাঁচ দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মৃত চান মিয়ার মেয়ে কুলসুম বলেন, তিন দিন আগে বাবাকে বরগুনা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসক বাবাকে স্যালাইন দেন। বুধবার সকালে বাবার রক্ত পরীক্ষা করা হয়। এতে তার প্লাটিলেট ছিল ৬৪ হাজার। দুপুরে বাবা চিকিৎসাধীন অবস্থায় বরগুনা হাসপাতালে মারা যান। অপরদিকে অসুস্থ অবস্থায় গোসাই দাসকে গত রোববার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সকালে প্লাটিলেট পরীক্ষার জন্য হাসপাতাল থেকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। এরপর দুপুরের দিকে আবারও হাসপাতালে নিয়ে এলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যার পরে তার মৃত্যু হয়। গোসাই দাসের ছেলে সঞ্জয় চন্দ্র দাস বলেন, দুপুর পর্যন্ত বাবার শারীরিক অবস্থা ভালো ছিল। ক্লিনিকে পরীক্ষার পর বাসায় গিয়ে খাবারও খেয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন লাগানো হলেও মারা যান। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, তিন দিন আগে হাসপাতালে ভর্তি হন চান মিয়া। বুধবার সকালে তার অবস্থা খারাপ হলে উন্নত চিচিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু স্বজনরা তাকে বরিশাল নিয়ে না যাওয়ায় দুপুরের দিকে তিনি মারা যান। তিনি বলেন, গোসাই দাস সন্ধ্যা পর্যন্ত ভালো ছিল। হঠাৎ শ্বাসকষ্ট হয়ে সন্ধ্যার পরে মারা যান। বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টা বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৯ জন। বরগুনা সদরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭৫ জন। বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন। এর মধ্যে ৩১ জন শিশু রয়েছে। গত জানুয়ারি হতে এ পর্যন্ত আক্রান্ত এক হাজার ৫৬৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি ৬৪ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ১৭২ রোগী। জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬৫ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার একের পর এক উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি এ মাসে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা হলোকাস্ট অস্বীকারের মতো ঘৃণ্য গাজায় ক্ষুধা অস্বীকার জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার গাজার সর্বত্র রক্ত-ক্ষুধা-মৃত্যু তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ ফিট থাকতে ঘুম থেকে ওঠার পর যেসব কাজ জরুরি রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা চোখ রাঙাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবনের শঙ্কা মায়ের সঙ্গে প্রেম করে মেয়েকে বিয়ে, পরে দু’জনকেই পুড়িয়ে হত্যা! তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, তীব্র হচ্ছে বন্যার শঙ্কা অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ, বিএনপি নেতাসহ আটক ২ গুলশানের চাঁদাবাজিতে রিয়াদের দায় স্বীকার শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত