
নিউজ ডেক্স
আরও খবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার

রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির

নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা

জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
গান আবৃত্তিতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে সভা, গান, আবৃত্তি ও নৃত্য, কুইজ ও পুস্তক প্রদর্শনী হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি মঞ্চের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার আব্দুল করিম ভবনের ২ নম্বর গ্যালারিতে সভা, গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন হয়েছে।
দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। মুখ্য আলোচক ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বক্তব্য দেন আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান।
শেরপুরে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ স্লোগানে রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, জামায়ত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।
ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সভা ও সংগীত পরিবেশন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের পরিচালক অধ্যাপক আহসানুল হক।
সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য দেন ভ‚টিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক প্রমুখ।
জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সোমবার পুস্তক প্রদর্শনী হয়েছে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।