নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২৫ 54 ভিউ
কক্সবাজারের চকরিয়ায় নিজ মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হওয়ার আট দিনেও সন্ধান মেলেনি মো. হোছাইন বিন ইয়ার মোহাম্মাদ সাফওয়ান (১৪) নামে পঞ্চম (দহুম) শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর। এদিকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ সাফওয়ান পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের করিয়ার দিয়া গ্রামের ইয়ার মোহাম্মদের বড় ছেলে। চকরিয়া পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। সাফওয়ানের বাবা ইয়ার মোহাম্মদ জানান, গত ৪ মে সকাল দশটার পর সাফওয়ানসহ পাঁচ বন্ধু মিলে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার (কওমি মাদ্রাসা) সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশে চলে যায়। সেখান থেকে ৪ দিন পর চারবন্ধু ফিরে আসে। তবে সাফওয়ান ফেরেনি এবং ৮দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফিরে আসা সহপাঠীরা হলো- চকরিয়ার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার মৃত মনুর আলমের ছেলে মো. ফাহিম উদ্দিন (১৪), পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (১৪), মগনামা ইউনিয়নের মগনামা গ্রামের মো. নাহিদ (১৫) ও বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটার জাকের হোসেনের ছেলে মোশাররফ হোসেন (১৫)। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তাকে উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিন কর্মকর্তা গ্রেপ্তার একের পর এক উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি এ মাসে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন তারকারা হলোকাস্ট অস্বীকারের মতো ঘৃণ্য গাজায় ক্ষুধা অস্বীকার জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভ মমতার গাজার সর্বত্র রক্ত-ক্ষুধা-মৃত্যু তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা এবার অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ ফিট থাকতে ঘুম থেকে ওঠার পর যেসব কাজ জরুরি রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা চোখ রাঙাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবনের শঙ্কা মায়ের সঙ্গে প্রেম করে মেয়েকে বিয়ে, পরে দু’জনকেই পুড়িয়ে হত্যা! তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, তীব্র হচ্ছে বন্যার শঙ্কা অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ, বিএনপি নেতাসহ আটক ২ গুলশানের চাঁদাবাজিতে রিয়াদের দায় স্বীকার শোকাতুর পরিবেশে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত