সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করল আরব আমিরাত

সোমালিয়ায় সামরিক রাডার স্থাপন করল আরব আমিরাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:২১ 25 ভিউ
একটি গোপন চুক্তির অংশ হিসেবে সোমালি অঞ্চলের পুন্টল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসো বিমানবন্দরের কাছে একটি সামরিক রাডার স্থাপন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রাডারের উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা এবং প্রাথমিক সতর্কতা প্রদান করা, বিশেষ করে হুথিরা বাইরে থেকে বোসাসোকে লক্ষ্য করে যে হামলা করতে পারে। মার্চের প্রথম দিকের স্যাটেলাইট চিত্রে রাডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এতে দেখা গেছে, বোসাসো বিমানবন্দরের কাছে ইসরাইলের নির্মিত ইএলএম-২০৮৪ ৩ডি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে মাল্টি-মিশন রাডার ইনস্টল করা হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে পুন্টল্যান্ড এবং এর বিমানবন্দরকে রক্ষা করার জন্যই কেবল রাডারটির উদ্দেশ্য নয়, বরং বিমান পরিবহনের তথ্য থেকে জানা গেছে, এটি সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেকে অস্ত্র, গোলাবারুদ এবং সরবরাহ পরিবহনের সুবিধা প্রদান করে, যা সুদানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করছে। একটি সূত্র বলছে, মার্চের শুরুতে খার্তুমের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ আরএসএফ হারানোর পরপরই সংযুক্ত আরব আমিরাত রাডারটি স্থাপন করে। আরেক সূত্রের দাবি, গত বছরের শেষের দিকে বিমানবন্দরে রাডারটি স্থাপন করা হয়েছিল এবং আবুধাবি প্রতিদিন এটি ব্যবহার করে বড় কার্গো বিমানের মাধ্যমে যা প্রায়শই অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। প্রতিবেদনে উদ্ধৃত আরও দুটি সোমালি সূত্রের মতে, পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহি ডেনি রাডার স্থাপনের জন্য সোমালিয়ার ফেডারেল সরকার এমনকি পুন্টল্যান্ড পার্লামেন্টের কাছ থেকে অনুমোদন চাননি। একটি সূত্র জোর দিয়ে বলেছে, টি ‘একটি গোপন চুক্তি। এমনকি মন্ত্রিসভাসহ পুন্টল্যান্ড সরকারের সর্বোচ্চ স্তরও এটি সম্পর্কে অবগত নয়’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুম থেকে জেগে ওঠার পর যে দোয়া পড়তে বলেছেন নবীজি ভারতে ভার্চুয়াল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়াকে গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্ম এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায় দাঁত তোলার পরও দেখা দেয় অনেকের সমস্যা বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে আজ জুলাইয়ের ৯ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, আক্রান্ত ৩২৯৮ মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ফারিণ নারী সঙ্গী প্রয়োজন নয়, এটা অটো থাকে : মারজুক রাসেল রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার ইউক্রেনে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের লামায় ভারি বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা হারানো ১৪৫ মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা ফরিদপুরে বাড়ছে পদ্মার পানি, ভাঙন আতঙ্ক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩ মাকে মারধর করায় গণপিটুনিতে যুবক নিহত সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট্রদূত কয়লার দাম কমালে ভারতের খোলাবাজারে বিদ্যুৎ বিক্রির সুবিধা পাবে আদানি