সেই ফাহামেদুলকে এবার দলে চায় বাফুফে

সেই ফাহামেদুলকে এবার দলে চায় বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ 27 ভিউ
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরা প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামকে। কিন্তু শেষে মূল দলে জায়গা পাননি তিনি। সৌদি আরবে ক্যাম্প থেকেই ফিরে যেতে হয় তাকে। বয়স কম বলে তাকে বাদ দেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামেদুল প্রসঙ্গ উঠল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায়। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফাহামেদুলকে নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি তাকে দলে নিতে। কোচ যদি মনে করেন কোনো খেলোয়াড়কে নেওয়া যেতে পারে, সেখানে ফেডারেশন হস্তক্ষেপ করবে না।’ ফাহামেদুল দলে ডাক পাচ্ছেন, আগেভাগেই জানালেন আমিরুল। বললেন, ‘ফাহামেদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি, তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা কিছু চাপিয়ে দিইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আগামী ১০ জুন। তার আগে ৩১ মে দল ঘোষণা করবেন কোচ। দলে ফাহামেদুল থাকেন কি না সেটি এখন দেখার অপেক্ষা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আমিরুল ইসলামের বক্তব্য, ‘আমরা ৩১ মে জাতীয় দল ঘোষণা করব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’ কোচকে সহায়তা করার জন্য দল গঠনে নির্বাচক কমিটি গঠন করার কথা ভাবছে ফেডারেশন। যেখানে থাকবেন সাবেক তিন ফুটবলার। তারা প্রতিটি ম্যাচ দেখবেন। কোন খেলোয়াড় কেমন খেলছে সেটাও দেখবেন। এছাড়া জাতীয় দলের জন্য বিদেশি গোলকিপার কোচও নিয়োগ দেবে বাফুফে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যে রেকর্ডে ম্যাক্সওয়েলের উপরে শুধু গেইল মেয়েদের পুরস্কার দেবে বাফুফে বাবার জন্য দাবা, ছেলের কথা রাখলেন মা মা হতে চান জয়া আহসান ‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তানজিন তিশা ঢালিউডে ছ’মাসে ২২ সিনেমা, কতটুকু ফুটলো আশার ফুল? ১৮৫ সিনেমার মহাতারকা শবনম, ২৫ বছর ধরে ভালো গল্পের অপেক্ষায় ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই হজ থেকে ফিরে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে: হাফিজ উদ্দিন শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান তিন ছাত্র হত্যা মামলার প্রথম চার্জশিট শেরপুরে কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন পঞ্চগড়ে ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ সাংবাদিকদের ঋণ রক্ত দিয়েও শোধ করতে পারব না চট্টগ্রামে বিয়ে বাড়িতে মব সৃষ্টির নেপথ্যে চাঁদাবাজি রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে লাশ উদ্ধার পিএসসির সুপারিশ ছাড়াই ৪১ কর্মকর্তা নিয়োগ সদিচ্ছা না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন: রিফাত রশীদ