সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৪ 65 ভিউ
সাভারের আশুলিয়ায় গ্যাসের আগুনে দ্বগ্ধ ১১ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সুমন মিয়া ও তার বড় বোন শিউলী আক্তার। রোববার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, শনিবার সাভারের আশুলিয়া থেকে নারী, শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় এখানে আনা হয়। তাদের মধ্যে রোববার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলী আক্তার। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিন দুপুর ১২টায় মারা গেছেন সুমন মিয়া। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। ওই চিকিৎসক আরও বলেন, চিকিৎসাধীন অন্যদের মধ্যে এখনো নয়জনের অবস্থাও শঙ্কামুক্ত নয়। তাদের মধ্যে শারমিনের ৪২, সোয়ায়েদের ২৭, মনির হোসেনের ২০, মাহাদীর ১০, সাকিনের ১৪, সোহেলের ১০, তিন মাসের শিশু সুরাহার ৯, সূর্য বানুর ৭ এবং জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। শিউলী আক্তারের দেবর জনি আহমেদ বলেন, তার ভাই মনির হোসেন ও ভাবি শিউলী আক্তার তাদের দুই ছেলে মাহাদী এবং সাকিনের মাদ্রাসা বন্ধ থাকায় সাভারে ভাইয়ের বাসায় শবেবরাতের দিনে বেড়াতে যান। এতে পুরো পরিবারই দ্বগ্ধ হয়েছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার গুমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন শরীয়তপুরের মো. সুমন। শবেবরাত উপলক্ষ্যে তার বাসায় বেড়াতে যান বড় ভাই, বোন, ভগিনীপতি, ফুপুসহ অন্য স্বজনরা। অতিথিদের আগমনে সুমনের স্ত্রী অন্য রান্নাবান্নার পাশাপাশি পিঠা বানানোর আয়োজন করেছিলেন। বাসায় রান্নার কাজ করা হতো সিলিন্ডারের গ্যাস দিয়ে। অসাবধানতাবশত গ্যাসের চুলায় সুইজ দিয়ে রাখায় ঘরে গ্যাস জমে বিস্ফোরণ হয়। এতে ওই বাসায় থাকা ১১ জনের সবাই দ্বগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধেয়ে আসছে সুপার টাইফুন, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর শাবিতে ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি কুয়েটে সংঘর্ষ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্কবার্তা ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক ৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা অবশেষে হাত মেলাল ভারত, তবে… রাত ১০টার পরও চলবে মেট্রোরেল ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে? বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল পাকিস্তানের বিপক্ষে আবারও সহজ জয় ভারতের গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান ৩ দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল ফিলিস্তিনকে ৩ দেশের স্বীকৃতিতে কী লাভ?