সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান

সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৭:০৪ 67 ভিউ
সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ও নতুন সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দেশটির নতুন প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি প্রথম সরকারি সফরে সৌদি আরবে গেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ার এ শীর্ষ কূটনীতিক জানান, স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুসম্পর্ক গড়তে আগামী সপ্তাহে তিনি প্রতিবেশী তিন দেশে সফর করবেন। আলজাজিরা জানায়, এরই মধ্যে সিরিয়ার পুনর্গঠনের কাজ শুরু করেছে সৌদি আরব। সপ্তাহের শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে রিয়াদে যাওয়ার পর শুক্রবার সৌদির পাঠানো মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। তারা সিরীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানবিক সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কার্যত সিরিয়ার বিদ্রোহী নেতা এইচটিএসের প্রধান আহমেদ হাসাইন আল শারার নেতৃত্বাধীন প্রশাসন স্বাস্থ্য খাতকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় দেশগুলোও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দামেস্ক সফর করে শারার সঙ্গে বৈঠক করেছেন। আসাদ পালিয়ে যাওয়ার পর এটিই ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। ফরাসি মন্ত্রী বলেছেন, এক মাস আগে সিরিয়ায় স্থিতিশীলতা, শান্তির নতুন আশা তৈরি হয়েছে। এটি পূরণে তারা সহায়তা করবেন। বার্তা সংস্থা মেহের জানায়, সিরিয়ার রাকায় প্রথম সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের প্রধান শারা এ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সিরিয়ার অন্য এলাকায় ১০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে