
নিউজ ডেক্স
আরও খবর

জনের মরদেহ শনাক্তে লাগবে ডিএনএ টেস্ট : ডা. সায়েদুর

হাসপাতালগুলো হঠাৎ চাপ সামলাতে প্রস্তুত ছিল না

যেন আকাশ ভেঙে পড়ল!

ছিনতাইকারীদের নতুন ‘হাতিয়ার’ রিকশা

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ
মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

মতিঝিলে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা।
গ্রেফতাররা হলেন-শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত নামের দুই কর্মচারী স্কুটিতে করে ৩০ লাখ টাকা মতিঝিলের সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ একটি ডিবি লেখা হাইয়েস মাইক্রোবাস এসে তাদের পথরোধ করে।
গাড়িতে থাকা ৬-৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৩০ লাখ টাকা লুট করা হয়। পরে হাত-পা বেঁধে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার একটি ডাস্টবিনে তাদেরকে ফেলে রেখে চক্রটি পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডিএমপি জানায়, ঘটনার পর ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ঢাকাসহ ঝালকাঠিতে একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে শামিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, মিজান রহমানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির তথ্যমতে, গ্রেফতার মিজান রহমান এর আগেও ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।
তার নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।