
নিউজ ডেক্স
আরও খবর

খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন

কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড়-ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা

পিরোজপুরের নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী
ফেনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফেনীর পরশুরামে খাবার রান্না করতে গিয়ে সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৫০) নামের এক গৃহবধূ মারা গেছেন।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে পৌর এলাকার সলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া আক্তার রিনা (৫০) পৌর এলাকার সলিয়া গ্রামের শফিকুল ইসলাম শহীদের স্ত্রী। এই দম্পতির এক ছেলে দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে বন্যায় তাদের বাড়িতে পানি উঠেছিল। বন্যার পানি শুকিয়ে গেলে শুক্রবার বিকেলে রোকেয়া আক্তার রান্না করার জন্য রান্নাঘরে যান। এ সময় রান্নাঘরের একটি গর্ত থেকে বিষধর একটি সাপ বের হয়ে তার পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে তার স্বামী শফিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে যান। সেখান থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শফিকুল ইসলাম বলেন, তার স্ত্রীকে সাপে কামড় দিলে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার কোনো চিকিৎসা না হওয়ায় ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেদোয়ান জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।