‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১১:০৫ 25 ভিউ
মাঠে নামলেই যেন নতুন রেকর্ডের জন্ম হচ্ছে। এমনই এক অবিশ্বাস্য ফর্মে আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ জয়ে জোড়া গোল করে মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়েছেন। ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের দলের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্সেই আমরা শিখি, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।’ মাশ্চেরানো অবশ্য মেসির ফিটনেস এবং বিশ্রামের বিষয়েও সতর্ক। ‘আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়,’ যোগ করেন আর্জেন্টাইন কোচ। একই সঙ্গে মাশ্চেরানো লুইস সুয়ারেজের সমালোচনা নিয়ে কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে খেলোয়াড় ৫০০ এর বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের চেয়েও অনেক বড়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি তাদের পূর্ণ সমর্থনই দিয়ে যাব।’ মাশ্চেরানো আরও জানান, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘আমরা তাকে আগে নামিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম, তবে সঠিক সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে ম্যানেজ করব,’ বলেন তিনি। মেসির এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। জুনিনহো পারনামবুকানো (৭৭) ও পেলে (৭০) রয়েছেন তার উপরের অবস্থানে। ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচে আছে, তাদের পয়েন্ট ৩৮ এবং হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিসি সিনসিনাতির বিপক্ষে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাশ্চেরানোর শিষ্যরা, যেখানে মেসির রেকর্ডের ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্দেশে তাসনিম জারার ৭ পরামর্শ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে মৃত ব্যক্তির কপালে চুমু দেওয়া যাবে কি মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত সাকিব তারকাদের প্রার্থনায় মাইলস্টোন মুখ খুলেছেন আমির ওয়েব ফিল্মে মৌ সাইপ্রাস ভেঙে দুই রাষ্ট্র গঠনে জোর এরদোয়ানের জার্মানিতে কেমন আয় করেন অভিবাসীরা, যা বলছে গবেষণা আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, অতঃপর… মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টাধাওয়া বাবা বাঁচলেও শেষ রক্ষা হয়নি একমাত্র মেয়ের মুক্তিপণ দিয়েও নূরকে জীবিত পেল না পরিবার নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার দীর্ঘকালীন লোকসানে নিমজ্জিত ইউনিয়ন ক্যাপিটাল