
নিউজ ডেক্স
আরও খবর

খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন

কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

৫৪ বছর ধরে রশি টেনে ডিঙি নৌকায় নদী পারাপার

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড়-ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা

পিরোজপুরের নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী
দোয়ারাবাজারে মায়ের বকুনি খেয়ে স্কুলছাত্রীর আত্মহনন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী মায়মুনা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৭ মে) দুপুরে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ফাঁকি দিলে মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজ ঘরে থাকা কীটনাশক পান করে মায়মুনা। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রী মায়মুনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।