আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩৬ 41 ভিউ
লাতিন আমেরিকান দলগুলো বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছিল রীতিমতো। এর আগে ৯ ম্যাচ খেলে হারেনি একটিতেও। তাদের সে অপরাজেয় যাত্রাটাতে ইতি টানল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও নিশ্চিত করে ফেলেছে দলটা। পিএসজি বোটাফোগোর কাছে হেরেছিল বৃহস্পতিবার রাতে। এর পরদিন চেলসিও হারে ফ্লামেঙ্গোর কাছে। ইউরোপের ক্লাবগুলো যখন দক্ষিণ আমেরিকানদের সামনে হোঁচট খাচ্ছিল বারবার। তবে এবার ব্যতিক্রম হয়ে দাঁড়াল বায়ার্ন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি ছিল বোকা জুনিয়র্সের সমর্থক। পুরো গ্যালারি ছিল নীল-সোনালি রঙে মোড়ানো। তবে মাঠে আধিপত্য দেখিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচের অষ্টম মিনিটেই বায়ার্ন গোল পেয়েছে ভেবে উদ্‌যাপন শুরু করেছিল, ওলিসের কর্নার থেকে বল ঢুকে যায় সোজা বোকা গোলপোস্টে। কিন্তু ভিএআরের সাহায্যে দেখা যায়, সের্জ গেন্যাব্রি অফসাইডে থেকে গোলরক্ষক আগুস্তিন মারচেসিনকে ব্লক করেছিলেন। গোল বাতিল হয়। তবে ১৮ মিনিটে গোল করতে আর ভুল করেননি হ্যারি কেন। বোকা ডিফেন্স ক্লিয়ার করতে না পারলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। এরপর ওলিসের পাসে গেন্যাব্রি গোলের সামনে বল বাড়ান, কিন্তু কিংসলে কোমান এক ইঞ্চির ব্যবধানে বল মিস করেন। বোকা জুনিয়র্স চেষ্টা চালিয়ে যায়। কেভিন জেননের দুটি দারুণ ফ্রি কিক ফিরিয়ে দেন মানুয়েল নয়্যার। তবে তাদের চেষ্টার ফল আসে ৬৬ মিনিটে। মিডফিল্ডে বল কাড়ার পর অ্যালান ভেলাসকো বল বাড়ান মিগুয়েল মেরেনটিয়েলের দিকে। ডানদিক দিয়ে ঢুকে স্টানিসিচকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল দেন তিনি। মনে হচ্ছিল, দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড আরও একটি ম্যাচে টিকে থাকবে। কিন্তু ৮৪ মিনিটে দৃশ্যপট পালটে যায়। বাজিমাত করেন ওলিস। হ্যারি কেইনের ট্রিভেলা পাস গিয়ে খুঁজে পায় ওলিসকে। তিনি নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনে। এরপর কনরাড লাইমার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এই জয়ে বায়ার্ন মিউনিখ এখন গ্রুপ ‘সি’ থেকে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে। তারা আগের ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে কঠিন অবস্থায় পড়েছে বোকা জুনিয়র্স। বোকার বিপক্ষে বায়ার্নের এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার দলগুলোর টানা ৯ ম্যাচের অপরাজিত রেকর্ডও এই ম্যাচেই শেষ হয়ে গেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায় দুর্ঘটনায় দগ্ধদের উদ্দেশে তাসনিম জারার ৭ পরামর্শ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে মৃত ব্যক্তির কপালে চুমু দেওয়া যাবে কি মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত সাকিব তারকাদের প্রার্থনায় মাইলস্টোন মুখ খুলেছেন আমির ওয়েব ফিল্মে মৌ সাইপ্রাস ভেঙে দুই রাষ্ট্র গঠনে জোর এরদোয়ানের জার্মানিতে কেমন আয় করেন অভিবাসীরা, যা বলছে গবেষণা আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, অতঃপর… মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টাধাওয়া বাবা বাঁচলেও শেষ রক্ষা হয়নি একমাত্র মেয়ের মুক্তিপণ দিয়েও নূরকে জীবিত পেল না পরিবার নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার দীর্ঘকালীন লোকসানে নিমজ্জিত ইউনিয়ন ক্যাপিটাল