রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ পাচ্ছেন জেলেনস্কি

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০২৫
১১:৩৮ পূর্বাহ্ণ
17 ভিউ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ পাচ্ছেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৩৮ 17 ভিউ
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-র (সাবেক টুইটার) পোস্টে তিনি এ মন্তব্য করেন। জেলেনস্কির মন্তব্যটি এমন সময়ে আসলো যখন ইউক্রেন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে এবং মস্কো জানিয়েছে, কিছু শর্ত পূরণ হলেই কেবল তারা সম্মত হবে। এক্স পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘এই মুহূর্তে, আমাদের কাছে দ্রুত এই যুদ্ধ শেষ করার এবং শান্তি নিশ্চিত করার একটি ভালো সুযোগ রয়েছে। আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে দৃঢ় নিরাপত্তার বোঝাপড়া রয়েছে। ’ যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন যে কোনো যুদ্ধ অবসানের প্রথম ধাপের কাছাকাছি। এছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মস্কোর ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতটা সম্ভব যুদ্ধবিরতিতে পৌঁছাতে বিলম্ব করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, তবে তারা তাদের (রাশিয়া) বিষয়টি নিয়ে খেলতে দেবে না। আর যদি এমন কোনো পদক্ষেপ থাকে যা রাশিয়া ভয় পায় না, তবে তারা প্রক্রিয়াটি বিলম্বিত করবে। ’ তিনি বলেন, উপগ্রহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে মার্কিন সহায়তায় এক হাজার কিলোমিটারেরও বেশি (৬০০ মাইল) ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। জেলেনস্কি আরও বলেন, সৌদি আরবে বৈঠকে কর্মকর্তারা ভূখণ্ডের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তবে এটি সমাধানের জন্য একটি কঠিন সংলাপের প্রয়োজন হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির পর ভূখণ্ডের বিষয়টি সবচেয়ে কঠিন। ’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস জুনেও অনিশ্চিত সাফ ফুটবল সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি ক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পালটা নিষেধাজ্ঞা চীনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে জামায়াতে ইসলামী প্রতিবাদ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছে একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ ইপিআই বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে জনবলের ঘাটতি বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যাল দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা