
নিউজ ডেক্স
আরও খবর

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

বাঁশের সঙ্গে ‘নৌকা’ ঝুলিয়ে আ.লীগ কর্মী গ্রেপ্তার

ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক

২১ ঘণ্টা পর লিটনের মরদেহ ফেরত দিল ভারত

মেঘনায় ডুবে গেল ৭ বাল্কহেড, ১৩ জনকে উদ্ধার

র্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাত-মারপিটে বাবা-মা আহত

বগুড়ার ধুনটে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন বাবা ও মা। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বাড়িতে ঢুকে স্থানীয় এক বিএনপি নেতার ছেলে তাদের ছুরিকাঘাত ও মারপিট করে আহত করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ একই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের মেয়ে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে দুই পরিবারের মাঝে কয়েকবার সমঝোতা বৈঠকও হয়েছে।
শুক্রবার বিকালে আকাশ তার সহযোগীদের নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মা আর্জিনা খাতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলে আকাশ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে জাহাঙ্গীর আলম ছুটে এলে তাকে পিটিয়ে আহত করা হয়।
প্রতিবেশীরা আহত জাহাঙ্গীর আলম ও আর্জিনা খাতুনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আর্জিনার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই আকাশ আত্মগোপনে চলে গেছে।
আকাশের বাবা আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, ওই মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, তারা তার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে আকাশ ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করেছে।
ধুনট থানার এসআই শামীম হোসেন জানান, মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পাশার ছেলে আকাশের মারপিটে বাবা-মা আহত হয়েছেন। ঘটনাস্থলে একটি চাকু পাওয়া গেছে। ওই দম্পতিকে মারপিট ও ছুরিকাঘাতের অভিযোগ করা হচ্ছে।