বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:০০ 45 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দেন। শুক্রবার (৩০ মে) নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা এবং তার পরের ঘটনার প্রেক্ষাপটে তাকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অরাধ) মো. শামসুল আজম। তিনি বলেন, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি মো. সফল আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগ দেন। শুক্রবার (৩০ মে) বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় রাস্তার ওপর হামলার শিকার হন বৈশাখী। ছোট বোনকে ইভটিজিং করার বিচার চেয়ে গত শুক্রবার নগরকান্দা থানায় একটি অভিযোগ দেন তিনি। থানায় অভিযোগ দিয়ে বাড়িতে ফেরার পথে ডাঙ্গী ইউনিয়নের ভুবকদিয়া এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্ট গণআন্দোলনে ফরিদপুরে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপালন করা শাহ্ মো. আরাফাত বলেন, ভবুকদিয়ায় হামলার খবর শোনার পর আমরা ফরিদপুর থেকে দ্রুত ঘটনাস্থলে হাজির হই। এ সময় এলাকার কিছু সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। কিন্তু প্রশাসনের কেউ যথা সময়ে আসেনি। ঘটনার অনেক পরে প্রশাসন ঘটনাস্থলে আসলেও তাদের ভূমিকা ছিল নীরব, যা খুবই দুঃখজনক। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কল দেওয়া হয়েছে, কিন্তু তাদেরও কোনো সাড়া নাই। আমরা যারা ২৪-এ আন্দোলন করেছি, আমাদের নিরাপত্তা কোথায়? শাহ আরাফাত কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আপনারা এসি গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে ঘোরেন, কিন্তু আমরা যারা জেলা পর্যায়ে আছি, আমাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত না করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে সরকার মুক্তির এক বছর আগেই সিনেমার টিকিট বিক্রি শুরু, ৩ মিনিটেই শেষ! খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ মৃত্যু, অসুস্থ কয়েকজন এনসিপির দুই নেতার পদত্যাগ চলতি বছর তিনটি যৌথ মহড়ায় অংশ নিবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উজানে ভারি বর্ষণ: তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা ৪৭২ কিলোমিটার পাড়ি দিয়ে গিয়ে দেখলেন ‘প্রেমিকা’ বিবাহিতা তিব্বতে মেগা বাঁধ প্রকল্প উদ্বোধন চীনের, বিপাকে ভারত ও বাংলাদেশ আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর