বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার

বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৫ 61 ভিউ
শেষ বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়। টি-টোয়েন্টিতে এমন সেঞ্চুরির পর যেকোন ব্যাটার উদ্দাম উদযাপন করতেন, কিন্তু বিজয় তা করতে পারলেন না। কারণ ব্যক্তিগত মাইলফলক অর্জন হলেও তার দল দুর্বার রাজশাহী যে হেরে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহীকে ৭ রানে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। এই জয়ে ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে বড় জুটির প্রয়োজন হয়। তবে রাজশাহীর ইনিংসে জুটির অভাব ছিল প্রকট। ভালো শুরু পেলেও জিসান-রাব্বিরা ক্রিজে টিকে থাকতে পারেননি। এর ফলে বড় লক্ষ্য তাড়ায় একটা সময় একাকী লড়াই করতে হয় অধিনায়ক এনামুল হক বিজয়কে। রাজশাহীর দলনেতা নিজের কাজ ঠিকঠাক করেছেন। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন বিজয়। তবু আক্ষেপ সঙ্গী তার, কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। রাজশাহীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার জিসান আলমের ব্যাটে। বিজয়ের বীরত্বে পুরো ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২০২ রানে থামে রাজশাহী। খুলনার বেশিরভাগ বোলার খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন পেসার হাসান মাহমুদ। ৪ ওভার বোলিং করে স্রেফ ২৫ রান খরচায় দলীয় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তিনি। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে থাকা খুলনা পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট খোয়ালেও স্কোরবোর্ডে জমা করে ৬০ রান। দুই ওপেনার মোহাম্মদ নাঈম (১৪ বলে ২৭) এবং মেহেদী হাসান মিরাজ (১৩ বলে ২৬) ভালো শুরু এনে দেওয়ার পর সে ধারা ধরে রাখেন আফিফ ও বসিস্টো। চতুর্থ উইকেট জুটিতে ৭১ বলে ১১৩ রান তোলেন এই দুই ব্যাটার। ৪২ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৫৬ রান করেন আফিফ। বসিস্টো ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। শেষদিকে খুলনার সংগ্রহ দুইশ ছাড়াতে বড় ভূমিকা রাখেন অঙ্কন। তার ১২ বলে ৪ ছক্কায় খেলা ৩০ রানের হার না মানা ইনিংসে ২০৯ রান পর্যন্ত পৌঁছায় দলটি। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট পান তারকা পেসার তাসকিন আহমেদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন হতাহতের সর্বশেষ তথ্য জানাল জাতীয় বার্ন ইনস্টিটিউট রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন ৫ মাস আগে ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে আটক ৬ অপূর্ব সুন্দর এক দ্বীপ, কেন সেখানে পর্যটকরা নিষিদ্ধ? যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী ভারত ‘দক্ষিণ এশিয়ার ইসরাইলে’ পরিণত হয়েছে: সাদিক কায়েম ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের