চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা

চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩৮ 47 ভিউ
নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা করা বলে স্বীকারোক্তি দেন আটক ওবায়দুল হক তারেক (৩৮) নামে এক যুবক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। জানা যায়, ওবায়দুল হক তারেক সদর বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আব্দুল হকের ছেলে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনাটি সম্পূর্ণ ক্লু-লেস ছিল। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ৩০ মিনিটের মধ্যে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করেছি। তারেক আমাদের কাছে স্বীকার করতে চায়নি। অনেক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করেছে। মূলত, সে চুরি করতে ঘরে ঢুকেছে। এ সময় বৃদ্ধা তাছলিমা বেগম রোজি তারেককে দেখে ফেলে। যদি তারেকের পরিচয় জানাজানি হয়ে যায় সেই কারণে তারেক হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, নিহতের ভাই আহসান উল্লাহ জসিম একজনকে আসামি করে মামলা করেছেন। আমরা সে মামলায় তারেককে আদালতে সোপর্দ করেছি। তারেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আমাদের জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ মুজিবের ম্যুরাল ভেঙে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আন্দোলনে ধরপাকড়, ৭০ জন আটক এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল প্রাকৃতিক আজাব কখন, কেন হয় ইসলামে আত্মহত্যার শাস্তি ভয়াবহ ‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’ ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক কানাডায় হামলার শিকার কপিল শর্মা কার সংসার ভাঙছেন সামান্থা?