চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের ৬০ শতাংশই নারী

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের ৬০ শতাংশই নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৯ 43 ভিউ
স্তন, জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও গলা– এই চার ক্যান্সার রোগে সবচেয়ে বেশি ‘কাবু’ হচ্ছেন চট্টগ্রামের বাসিন্দারা। আক্রান্তের ৬০ শতাংশই নারী। নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে আর পুরুষরা আক্রান্ত হচ্ছেন ফুসফুস ক্যান্সারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের গত এক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। তবে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও মানুষের মাঝে সচেতনতা না বাড়ার কথা বলছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। পর্যালোচনায় দেখা যায়, চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে গত এক বছরে ৩ হাজার ১০৮ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই স্তন, জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও গলা ক্যান্সারের রোগী। তাদের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৮২০ জন নারী এবং ১ হাজার ২৮৮ জন পুরুষ। এ সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ৫ হাজার ৬৫৮। চমেক হাসপাতালে ক্যান্সার শনাক্তে নেই প্যাট-সিটি স্ক্যানের ব্যবস্থা। রোগ শনাক্তে নেই মলিকুলার ল্যাবও। অথচ চিকিৎসকরা বলছেন, মলিকুলার ল্যাবের মাধ্যমে যে ফল পাওয়া যায়, তার ভিত্তিতেই নির্দিষ্ট থেরাপি দিতে হয় রোগীকে। ভরসার এই বিভাগের অবস্থাও খুব নাজুক। এখানে পুরুষ ও নারীদের জন্য শয্যা রয়েছে ১৫টি করে মাত্র ৩০টি। ডে কেয়ার বেড আছে মাত্র ৯টি। সংকট রয়েছে চিকিৎসক-নার্সের। রোগী বাড়ছে চট্টগ্রাম মা ও শিশু ক্যান্সার হাসপাতালেও। এক বছরে সেখানে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার রোগী। নারীদের স্তন ও জরায়ুমুখ এবং পুরুষদের ফুসফুস ক্যান্সারের রোগী বেশি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ‘জরায়ুমুখ ক্যান্সারের প্রাদুর্ভাব ও নমুনা পরীক্ষা সংক্রান্ত’ শীর্ষক পরিচালিত এক গবেষণার তথ্যমতে, দেশে জরায়ুমুখের ক্যান্সার নারীদের দ্বিতীয় প্রধানতম ক্যান্সার। এই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর দেশে সাড়ে ৬ হাজারের বেশি নারীর মৃত্যু হয়। রোগটিতে প্রতিবছর নতুন করে আক্রান্ত হয় প্রায় ১২ হাজার। চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী বলেন, আক্রান্তের হার বাড়লেও সেই তুলনায় মানুষের মাঝে সচেতনতা বাড়ছে না। মনে রাখতে হবে, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টা। মেডিকেল কলেজটির গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে পারলে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের প্রায় ৯০ শতাংশকে সুস্থ করা সম্ভব। স্ক্রিনিংয়ের মাধ্যমে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করেও মৃত্যুহার কমানো যায়। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, আগে নারীদের জরায়ু ক্যান্সারের হার বেশি থাকলেও এখন স্তন ক্যান্সারে আক্রান্তের হার বাড়ছে। বিলম্বে বিয়ে, দীর্ঘ বিরতি দিয়ে সন্তান নেওয়া এবং শিশুকে বুকের দুধ না খাওয়ানো স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার বড় কারণ। ধূমপান, জর্দা, অ্যালকোহল, তামাকজাতীয় দ্রব্য সেবন ক্যান্সারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। পরিবেশগত দিক ও দূষিত বাতাস ক্যান্সারের কারণ হতে পারে। আজ সোমবার বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে দিনভর চমেক হাসপাতালসহ চট্টগ্রামে সেমিনার, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা ‘ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে’ চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে ধস পাচার সম্পদ ফেরাতে কৌশলী সরকার আমেরিকার সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ‘ম্যারাথন অব কলের’ চাপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হতে পারে চট্টগ্রামে নেই ন্যূনতম প্রস্তুতি ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১ কেউ বেঁচে নেই বলে আশঙ্কা পুলিশের মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত বিধ্বস্তের আগে যে বার্তা পাঠিয়েছিলেন পাইলট ভারতে বিমান দুর্ঘটনায় মোদির বিবৃতি প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি খুলনায় এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়