
নিউজ ডেক্স
আরও খবর

এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?

টিম ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অজিদের সিরিজ জয়

অবশেষে নিষেধাজ্ঞাই কপালে জুটল মেসি-আলাবার

বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও
আইপিএল শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত

১৮ বারের চেষ্টায় ক্যারিয়ারের প্রথম আইপিএল শিরোপা জিতেলেন বিরাট কোহলি। দলকে শিরোপা উপহার দিয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ক্রিকেটা বিরাট বলেন, এই আইপিএল জয়টা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তের মধ্যে থাকবে। কিন্তু তাও এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নীচে থাকবে। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে মূল্যবান বলে মনে করি। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে ভালোবাসি।
টেস্ট ক্রিকেটকে সম্মান করার জন্য তরুণদের পরামর্শও দেন বিরাট কোহলি। তিনি বলেন, যে তরুণরা উঠে আসছে, তাদের অনুরোধ করব যে এই ফর্ম্যাটকে শ্রদ্ধা করো। কারণ তুমি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারো, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় হেঁটে যাবে, তোমার চোখের দিকে তাকিয়ে করমর্দন করবেন মানুষ আর বলবেন যে ওয়েল ডান, তুমি ক্রিকেটটা খুব ভালো খেলেছো।
কোহলি আরও বলেন, তুমি যদি সর্বত্র সম্মান অর্জন করতে চাও, তাহলে টেস্ট ক্রিকেটকে বেছে নাও। নিজের হৃদয় এবং আত্মাকে উজাড় করে দাও। আর তখন তুমি অভাবনীয় সম্মান পাবে। তুমি পুরো ক্রিকেট দুনিয়ার সম্মান আদায় করে নেবে। ক্রিকেট মাঠে এবং ক্রিকেট মাঠের বাইরে আমাদের হৃদয় জিতে নেবে।
টেস্ট ক্রিকেটকে বিরাট কোহলি কতটা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন, সেটা এই প্রথমবার পুরো দুনিয়া জানতে পারল না। নিজে টেস্টের প্রতি সবকিছু উজাড় করে দিয়ে ইতিমধ্যে একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন। টেস্ট ক্রিকেটে বিরাটের আগ্রাসন, বিরাটের ব্যাটিং, বিরাটের অধিনায়কত্ব- সবকিছু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। যা কেউ কখনও ভুলতে পারবেন না।
বিরাট নিজে এতটা টেস্টকে সম্মান করে এসেছেন যে তার আমলে ভারতীয় দল লাল বলের ক্রিকেটে দাপট দেখিয়েছে। যে ভারতীয় দলে হাতেগোনা পেসার থাকতেন, বিদেশের মাঠে গিয়ে দিশেহারা হয়ে পড়ত, সেই টিমকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিটে পরিণত করেছিলেন। তার একটাই মন্ত্র ছিল, বিশ্বের যে কোনও পিচ হোক, জিততেই হবে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।