অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

অধিনায়ক না থেকেও খারাপ খেলেছি, এবার উল্টোটাও হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩৬ 35 ভিউ
পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী টি ২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস সোমবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানালেন, বড় কিছু অর্জন করা তার লক্ষ্য। প্রশ্ন : লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলেন। লিটন দাস : এটা ইতিবাচক। লম্বা সময়ের জন্য সুযোগ পেলে অনেক কিছু নিয়ে ভাবা যায়। দল কতটা গুছিয়ে নিতে পারি, সেটাই আসল। বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারব। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয়। আমি সিরিজ জিততে পারি, লক্ষ্য এই একটাই। এখন অনেক দায়িত্ব। পারফর্ম করতে হবে। প্রশ্ন : পাকিস্তান সফর নিয়ে কী ভাবছেন? লিটন : আমাদের চেয়ে বোর্ড এ বিষয়ে ভালো জানে। তারা যদি মনে করে পাকিস্তান এখন খেলার জন্য নিরাপদ, তাহলে আমাদের পাঠাবে। বিসিবি চাইলে আমরা যাব। প্রশ্ন : আপনার নেতৃত্বের প্রশংসা করা হয়। খেলোয়াড় হিসাবে হয় সমালোচনা... লিটন : সবশেষ টি ২০ খেলেছি গত ডিসেম্বরে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। খারাপ সময় যাচ্ছিল। চেষ্টা করেছি বিপিএল, ডিপিএলে। যে কোনো খেলোয়াড় সর্বোচ্চ চেষ্টা করতে পারে। কখনো চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না। আবার এমনও হয়, কোনো ক্রিকেটার দু-একটা সিরিজে খারাপ খেলেও কামব্যাক করে। আমি চেষ্টা করব। পারফর্ম করলে দলের জন্য ভালো হবে। প্রশ্ন : অধিনায়কত্ব কি বাড়তি চাপ? অধিনায়ক হিসাবে আপনার রোলমডেল কে? লিটন : অধিনায়কত্ব না করেও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক। উলটোটাও হতে পারে। নেতৃত্ব পাওয়ায় ভালো খেলতেও পারি। ইতিবাচক-নেতিবাচক দুই-ই থাকবে। সেভাবে আমার কোনো রোলমডেল নেই। প্রশ্ন : অধিনায়ক হিসাবে দল নির্বাচনে আপনার কোনো চাওয়া? লিটন : বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব খেলোয়াড়দের। আমরা পারফর্ম করলেই দল এগোবে। প্রথমত, যারা বাংলাদেশের হয়ে খেলে, তাদের ভূমিকা থাকতে হবে। আমরা খেলোয়াড়রা যতটা বিসিবির সঙ্গে যোগাযোগ করব, তার চেয়ে বেশি যোগাযোগ করা দরকার খেলোয়াড়দের সঙ্গে। প্রশ্ন : আপনি কি কোনো বিশেষ ব্র্যান্ডের ক্রিকেট চালু করতে চান? লিটন : কখনো ১৮০ কিংবা ২০০ রান তাড়া করতে হতে পারে, আবার কোনো ম্যাচে ১৪০-১৪৫ রান। আমার লক্ষ্য ম্যাচ জেতা। একজন ব্যাটার একদিন ২০ বলে ৪০ রানও করতে পারে, পরেরদিন ২০ বলে ১৫। আমি চাই খেলোয়াড়রা যেন জয়ের চিন্তা করে। প্রশ্ন : টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে কী বলবেন? লিটন : তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি টেস্ট সংস্করণকে আক্রমণাত্মক করেছেন। মাঠে আগ্রাসী থাকেন। মাঠের বাইরে দারুণ একজন মানুষ। ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করব। প্রশ্ন : নেতৃত্ব পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট থেকে কী বলা হয়েছে? লিটন : টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা আছে। সেভাবেই আমাকে বলা হয়েছে। চেষ্টা করব সেগুলো যেন ঠিকঠাকমতো করতে পারি। প্রশ্ন : কীভাবে প্রস্তুতি চলছে? লিটন : টানা আন্তর্জাতিক ম্যাচ থাকলে উন্নতির সময় পাওয়া যায় না। ম্যাচের পর ম্যাচ খেললে স্কিলে উন্নতি করার সুযোগ হয় না। এটা একটা বাড়তি সুযোগ। আমরা অনেকদিন ধরে স্কিল নিয়ে কাজ করছি। স্কিল মানে পাওয়ার হিটিং নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: বিশ্লেষক বৈঠক চেয়ে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করে যা বলল ইরানের সুপ্রিম কাউন্সিল সংকটে পড়বে বেসরকারি খাত দেশে চালু হলো ‘গুগল পে’ আকাশসীমা খুলে দেওয়ায় মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও : শাবিপ্রবির সেই ২ ছাত্রকে আজীবন বহিষ্কার বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় সরকারি অফিস টাইম ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা নিজ ক্লিনিকে রোগী দেখেন আরএমও হোসেন ইমাম জল সনদে চাকুরি, কলেজ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নগর ভবন খুলল ৪০ দিন পর, প্রশাসকের কক্ষে ‘তালা’ ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারাচ্ছন্ন ইসরাইল জীবনের সবচেয়ে ‘ভয়াবহ’ পরিস্থিতিতে খামেনি এই দেশগুলির বেশিরভাগ মুসলিম মেয়েই কুমারী তীব্র লড়াইয়ের লক্ষ্যবস্তুতে ‘তেহরান’ ইরান-ইসরাইল সংঘাত: যুদ্ধের বাটনে এআই চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু ইরানের পাল্টা হামলা: ভয়ে দিগ্বিদিক ছুটছে ইসরাইলিরা