
নিউজ ডেক্স
অত্যাধুনিক টি-নাইনটি যুদ্ধ ট্যাংকের মহড়া ভারতীয় সেনাবাহিনীর

সীমান্তে অত্যাধুনিক টি-নাইনটি যুদ্ধ ট্যাংকের মহড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে এতে সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস টি-৯০ ট্যাংকের সঙ্গে মর্টার, ফায়ার আর্মসসহ মাসব্যাপী লাইভ-ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা।
যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা এই মহড়ার লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে। টি-৯০ ট্যাংকটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাংকগুলোর মধ্যে একটি।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।