‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’

‘আমি যাই করি না কেন, মানুষ মন্তব্য করবেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৩৩ 27 ভিউ
সারা আলি খানের অভিনীত ‘মেট্রো ইন দিনো’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। অনুরাগ বসু পরিচালিত এ সিনেমায় একটি আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আদিত্য রায় কাপুর। এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, ঠিক তেমনই সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। সেই সিনেমার সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ই মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ সিনেমা প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলের জবাবও দিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে মেট্রো ইন দিনো’ সিনেমার গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আদিত্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা আলি বলেন, দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ–সরল এবং সহ–অভিনেতাদের স্বাচ্ছন্দ্যবোধ করাতে জানেন। তিনি বলেন, অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার লুক থেকে শুরু করে সব কিছু বসুদার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ–সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি। অভিনেত্রী বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ দেখে ওনার সিনেমার প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই ‘মেট্রো’–তে অভিনয় করছি। এ যেন স্বপ্নপূরণের এক গল্প। তিনি বলেন, আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ বসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বসু স্যারের নায়িকা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার—এর উত্তরে সারা বলেন, এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা–ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। অভিনেত্রী বলেন, তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি ১৯ ভোটারে একজন প্রার্থী রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন