‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা?

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৪ 51 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান 'মহাভারত'-এর পর অভিনয় থেকে অবসর নিতে চলেছেন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও অভিনেতা নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্ট থেকে সেই গুঞ্জন উঠেছিল। অবসর নেওয়ার এমন গুঞ্জনে যে কথা বললেন সুপারস্টার—তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। সবটা পরিষ্কার করে সাফ জানিয়ে দিয়েছি— এ মুহূর্তে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। আমির খান জুমে ফ্যান ক্লাব বিভাগে সরাসরি রেকর্ডটি স্থাপন করেছিলেন। অভিনেতা বলেন, ‘মহাভারত আমার শেষ সিনেমা না। সমস্যা হচ্ছে— মানুষ আজকাল সব বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমাকে যদি একটি সিনেমা তৈরি করতে হয় এবং আনন্দের সঙ্গে কাজের থেকে অবসর নিতে হয়, তবে সেটি কোন সিনেমা হবে? ওই 'যদি' এখানে খুব গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমি এরপর মহাভারতের নাম নিয়েছিলাম, আর লোকেরাও ভেবে নিয়েছে যে, 'মহাভারত' আমার শেষ ছবি। আসলে জবাবটা মন দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ। রাজ শামানির সঙ্গে পডকাস্টের আলাপচারিতায় নিজের স্বপ্নের প্রোজেক্ট 'মহাভারত' নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট। অভিনেতা বলেন, ‘মহাভারত তৈরি করা আমার স্বপ্ন এবং আগামী ২০ জুন 'সিতারে জমিন পার' মুক্তির পর আমি এটির কাজ শুরু করব। তিনি বলেন, আমি মনে করি এটি এমন একটি প্রকল্প, যার কাজ শেষ করার পর আমার হয়তো মনে হবে যে, আর কিছুই করে যাওয়ার নেই। আমির বলেন, এটি স্তরযুক্ত, সংবেদনশীল, বিশাল স্কেলে তৈরি এবং মহিমায় পরিপূর্ণ। জগতে যা কিছু আছে, তা মহাভারতেই পাওয়া যাবে। উল্লেখ্য, আমির খান এ মুহূর্তে ২০০৭ সালের হিট সিনেমা 'তারে জামিন পার'-এর সিক্যুয়েল 'সিতারে জমিন পার'-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এ সিনেমায় তিনি একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, যিনি শাস্তি হিসাবে একটি টুর্নামেন্টের জন্য নিউরোডাইভারজেন্ট শিশুদের দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পায়। আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার স্প্যানিশ সিনেমা ক্যাম্পিওনেসের রিমেক। আর এ সিনেমার মাধ্যমে ১০ অভিনেতা ডেবিউ করছেন— আরুশ দত্ত, গোপ কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ