ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই

ভাঙাচোরা রাস্তায় তুরাগে দুভোর্গের শেষ নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:০৫ 46 ভিউ
গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর তুরাগের রাস্তাঘাটগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে প্রধান সড়ক থেকে শুরু করে এলাকার অলিগলি কাদাপানিতে পরিণত হয়েছে। ফলে চরম দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার তুরাগের রানাভোলা, বাউনিয়া, বাদালদি, উলুদাহ ও তাফালিয়া এলাকা সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তুরাগের ৫২ ও ৫৩নং ওয়ার্ডের রাস্তাগুলোর সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকার রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে পড়েছে। ডিএনসিসি ৫২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তুরাগের বাদালদি এলাকার বাসিন্দা মেহেদি হাসান জানান, এলাকার ভিতরের রাস্তার কথা কি বলব বাউনিয়া থেকে উলুদাহ চলাচলের মেইন রোড আজ এক যুগেরও বেশি সময় ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এ রাস্তায় চলতে আমাদের যে কষ্ট হয় এটা কাকে বলব? যারা আগে ক্ষমতায় ছিল তারা এলাকার রাস্তাঘাট ঠিক করতে কোনো ভূমিকাই রাখেননি। ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ডভুক্ত তুরাগের অপর এলাকা রানাভোলার বাসিন্দা ফজলে রাব্বি জানান, ১২ বছর ধরে আমরা কষ্টে আছি। বৃষ্টি হলেই এক হাঁটু পানির নিচে থাকি আমরা রানাভোলা ৩ নম্বর রোডের বাসিন্দারা। আশপাশের রাস্তাগুলোতে সংস্কার কাজ হলেও অজানা কারণে শুধুমাত্র আমাদের এ রোডটি সংস্কার বঞ্চিত রয়ে গেছে। রানাভোলা ৩নং রোডের বাসিন্দা মোবারক হোসেন বলেন, বৃষ্টি হওয়া মানেই আমাদের দুর্ভোগ। বৃষ্টির পানি নামাতে প্রতিবারই আমরা লোক ভাড়া করে আনি। এখানে রাস্তা-ড্রেন কিছুই নাই। সড়কে জলাবদ্ধতার একই সমস্যা ৫২ নম্বর ওয়ার্ডের তাফালিয়া এলাকায়ও। স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, ভাঙা রাস্তা, জলাবদ্ধতা এবং কাদাপানি আমাদের সারা বছরের সমস্যা। তাফালিয়া থেকে বাউনিয়া যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। আমাদের চলতে ফিরতে খুব অসুবিধা হচ্ছে। কাউন্সিলর না থাকায় সমস্যার কথা কাউকে বলতেও পারছি না। এমন পরিস্থিতিতে দ্রুত ডেনেজ ও সড়ক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুরাগের বাসিন্দাদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয় রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি ৯৮০০ কোটি টাকা খরচের পরও চট্টগ্রাম নগরী ডুবছেই ইতিহাসের সাক্ষী খাসনগর দীঘি সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়ালেখা অনিশ্চিত ছাইনুমে মারমার রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০ প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াল এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা রাবি প্রশাসন নিয়ন্ত্রণ করছে জামায়াত, দাবি ছাত্রদল সেক্রেটারির তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে নিজের বিয়ে ঠেকাতে যা করল স্কুলছাত্রী শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ বিরতি শেষে কাজে ফিরেছেন টেলর সুইফট নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর