
নিউজ ডেক্স
আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয়

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

পাকিস্তানের রেস্তোরাঁয় মিলছে গাধার মাংস

সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ
যুক্তরাজ্য–ইসরাইল বাণিজ্য আলোচনা স্থগিত, গাজা অবরোধ নিয়ে উদ্বেগ

গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরাইলের আরোপিত বাধার কারণে ইসরাইলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরাইলি রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত জানান, যেখানে তিনি গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক বলে উল্লেখ করেন।
বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এএফপি।
১১ সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধকে নির্মম আখ্যা দিয়ে ডেভিড ল্যামি বলেন, এই অবরোধ এখনই বন্ধ করুন।
তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবরোধ অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, ব্রিটেন অবিলম্বে এই মানবিক সহায়তা অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।
এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপকে নির্দেশ করে, বিশেষ করে ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে, গাজায় খাবার, পানি, ওষুধসহ ন্যূনতম প্রয়োজনীয় সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। চলমান অবরোধের কারণে এসব সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে মানবিক বিবেচনায় অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলা হচ্ছে।
ব্রিটেন ও ইসরাইলের মধ্যে প্রতিবছর বিলিয়ন পাউন্ডের পণ্য ও সেবাবাণিজ্য হয়ে থাকে। এই দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সম্পর্কের মাঝেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জাতিসংঘসহ বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানিয়ে আসছে এবং সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে।
বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।