বিজয়নগরে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

বিজয়নগরে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৩২ 53 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের জন্য নাদিয়া নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাদিয়ার অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পাইকপাড়া গ্রামে নাদিয়ার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নাদিয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছাদু মিয়ার মেয়ে। আহত নাদিয়ার চাচা শেখ মোহাম্মদ মুন্না জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে পাইকপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাদিয়ার। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে দুলাল। বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হয় নাদিয়ার ওপর। যৌতুক না এনে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় নাদিয়ার ওপর নির্যাতন চালায় দুলাল। স্বামীর মারধরে একপর্যায়ে গুরুত্বর আহত হয় ওই স্ত্রী। তার অবস্থা খারাপ হওয়ায় নাদিয়ার পরিবারকে বিষয়টি জানানো হলে তারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ভুক্তভোগীর চাচা বলেন, ‘আমার ভাতিজি ঢাকা মেডিকেল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি নাদিয়ার স্বামীসহ যারা এ নির্যাতনের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই।’ অভিযোগের বিষয়ে দুলালসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, ‘বিষয়টি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার’ আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের বিতর্কিত মন্তব্যের অভিযোগে পাকিস্তানি আলেম আলি মির্জা গ্রেফতার ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া উচ্চ মূল্যস্ফীতিসহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ সংকটাপন্ন ৫ ব্যাংকে ভুগছে তৈরি পোশাক খাত গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের দেশজুড়ে দখল–চাঁদাবাজি নতুন বন্দোবস্তের জন্য অশনি সংকেত: টিআইবি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ৫০০ উইকেট নিয়ে টি২০তে অনন্য রেকর্ড সাকিবের রোজ ঘি খাওয়া কি স্বাস্থ্যকর? বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বন্যায় সরানো হলো ১৯ হাজার মানুষকে একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা