ফার্নেস অয়েলের দাম বৃদ্ধিতে হবে গণশুনানি

ফার্নেস অয়েলের দাম বৃদ্ধিতে হবে গণশুনানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:১৬ 50 ভিউ
বিগত সময়গুলোতে জ¦ালানি তেলের দাম নির্ধারণ করা হতো নির্বাহী আদেশে। আর কিছু জ¦ালানি তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজেই। তবে অন্তর্বর্তী সরকার জ¦ালানি তেলের দাম নির্ধারণে গণশুনানির প্রক্রিয়ায় যেতে নির্দেশ দিয়েছে। সেই প্রেক্ষিতে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, এলপিজির পর জ¦ালানি তেলের দাম নির্ধারণের চেষ্টা করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি সূত্রে জানা যায়, উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের পর এবার বিদ্যুৎকেন্দ্র ও শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের দামের ওপর গণশুনানি করতে হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে এই শুনানি করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আবেদন পাওয়ার পর বিপণন কোম্পানিগুলোকে (পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি) তাদের প্রস্তাব দেওয়ার জন্য চিঠি দিয়েছে বিইআরসি। কোম্পানিগুলোর পরিবহন ও বিপণন চার্জের প্রস্তাব পাওয়া গেলেই শুনানি করা হবে। এর আগে গত ২৩ মার্চ দেশে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করেছে বিইআরসি। আগামী সপ্তাহে জেট ফুয়েলের দাম ঘোষণা করবে সংস্থাটি। বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বিপিসির প্রস্তাব পাওয়ার পর বিপণন কোম্পানিগুলোকে (পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি) প্রস্তাব দেওয়ার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। তাদের পরিবহন ও বিপণন চার্জের প্রস্তাব পাওয়ার পর শুনানি করার পরিকল্পনা রয়েছে। বিইআরসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফার্নেস অয়েল নিয়ে বিপণন কোম্পানিগুলোর প্রস্তাব আগামী সপ্তাহে পাওয়া যাবে। প্রস্তাব পাওয়ার পর বিইআরসির টেকনিক্যাল কমিটি পর্যালোচনা শেষে চলতি মাসের তৃতীয় সপ্তাহে গণশুনানি করার পরিকল্পনা রয়েছে। এর আগে আগামী সপ্তাহের যে কোনো দিন জেট ফুয়েলের দাম ঘোষণা করা হবে। গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করেছে বিইআরসি। এতদিন বিপিসি নির্ধারণ করে আসছিল এই পণ্যটির দাম। একইভাবে ফার্নেস অয়েলের দামও নির্ধারণ করত বিপিসি। তারা গত ২০ জানুয়ারি জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নির্ধারণের প্রস্তাব বিইআরসিতে প্রেরণ করেছে। চাহিদার দিক থেকে ডিজেলের পরেই রয়েছে ফার্নেস অয়েলের ব্যবহার। দেশে প্রায় ৭ থেকে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র রয়েছে ফার্নেস তেলের। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন বিক্রয় হয়েছে। এর মধ্যে ইআরএল থেকে পরিশোধনের মাধ্যমে ৩৪ দশমিক ৮৭ শতাংশ, অবশিষ্ট ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইনের মাধ্যমে নিরপেক্ষ ও আধাবিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিইআরসি গঠিত হয়। আইনে সব ধরনের জ্বালানির দাম নির্ধারণের এখতিয়ার দেওয়া হলেও প্রবিধানমালা ঝুলে থাকায় শুধু গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করে আসছিল বিইআরসি। বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম সমন্বয় (কম/বেশি) করার বিধান যুক্ত করে। তারপর থেকে কার্যত বেকার হয়ে পড়েছিল আধাবিচারিক প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দিয়েছে। এরপর গত ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এদিকে আগের মতোই এখনও নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করা হচ্ছে। যে প্রবিধানমালার দোহাই দিয়ে এতদিন নির্বাহী আদেশে দাম নির্ধারণ করা হচ্ছে, সেগুলো এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। ২০১২ সাল থেকে ঝুলে থাকা প্রবিধানমালা অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে নাড়াচাড়া শুরু হলেও এখন আবার থেমে গেছে। আগের সরকারের আমলাদের মতোই বর্তমান আমলারাও বিষয়টি ঝুলিয়ে রাখার পথেই হাঁটছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার প্রবিধানমালা ঝুলিয়ে রাখবে, এটা আমাদের কাছে বিস্ময়কর। আগের সরকারের মতোই আমলাদের কাছে নতিস্বীকার করেছে। এখানে বিইআরসিরও ব্যর্থতা রয়েছে; প্রবিধান না থাকার পর যদি এলপিজি, জেট ফুয়েলের দাম নির্ধারণ করতে পারে, তাহলে অন্যগুলো কেন নয়। তিনি আরও বলেন, আমরা জ্বালানি তেল ইস্যুতে সরকারের ভূমিকায় অনেকটা হতাশ। মনে হয় আবার আদালতে যেতে হবে। যেভাবে আদালতের মাধ্যমে এলপিজির দর নির্ধারণে বিইআরসিকে বাধ্য করা হয়েছে। তারা কোর্টে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। একইভাবে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্যাব। নির্বাহী আদেশ ও বিইআরসির মধ্যে পার্থক্য সম্পর্কে শামসুল আলম বলেন, নির্বাহী আদেশে যা খুশি তাই দাম নির্ধারণ করা যায়। বিপিসি একই সঙ্গে বিক্রেতা, তারাই আবার দাম নির্ধারণ করে। এতে জবাবদিহিতা থাকে না, ভোক্তাদের অংশগ্রহণ থাকে না। বিইআরসিতে এলে যুক্তিতর্কের মাধ্যমে কোম্পানিগুলোর অনেক অনিয়ম ও দুর্নীতি সামনে চলে আসে। এতে ভোক্তার স্বার্থরক্ষা করা সম্ভব হয়। গত ২৩ মার্চ বিইআরসির গণশুনানিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি জানিয়েছেন, তারা জ্বালানি তেলের প্রবিধানমালা নিয়ে কাজ করছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায় মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার ‘পুরানো খেলায় নতুন প্লেয়ার নয়, খেলার নিয়ম পাল্টাতে এসেছি’ বিয়ের আসরে বরের মাদক সেবনের অভিযোগ, বন্ধ হয়ে গেলো বিয়ে ‘গাজা চুক্তি হতে পারে আগামী সপ্তাহে’ ‘রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকূল পরিবেশ সৃষ্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব’ শুল্ক-কর জমা অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই টেক্সাসে ‘বিধ্বংসী’ বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু ভূমি ধসের কারণে ঝুঁকিতে ‘নান্দনিক’ সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫ গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের