নিউজ ডেক্স
আরও খবর
‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’
ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু
নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়
ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকা ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রীকে কটাক্ষ!
প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি
দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ
আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা
সুহানাকে শাসন করলেন শাহরুখ
চলতি বছরের ২ নভেম্বর পা দিয়েছেন ৬০ বছরে, তবুও বয়স যেন কেবল সংখ্যামাত্র কিং খান শাহরুখের কাছে। জন্মদিনে বিশ্বজুড়ে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন তিনি। আর এবার পালা জবাব দেওয়ার। নিজের চেনা মিষ্টি, রসিক ভঙ্গিতে সবার শুভেচ্ছার উত্তর দিয়েছেন বলিউডের বাদশা। তবে নিজের মেয়ের বার্তায় এসেও থামেননি তিনি। সুহানাকেও দিলেন এক চিমটি বাবার শাসন, তাও ভালোবাসার মোড়কে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের জন্মদিনে দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুহানা। একটিতে লেখা ‘কিং’ অর্থাৎ রাজা। আরেকটাতে লেখা ‘রাজার রাজকন্যা’। সেখানেই মেয়েকে বলেন ‘ধন্যবাদ, কিন্তু ব্ল্যাক কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনো ছোটই আছো।’
এদিকে ২০২৬ সালে বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার। ‘কিং’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এমনিতেই মেয়ে তার নয়নের মণি। ছোট থেকে মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন। তবে বাবা কোনো কিছুতে মানা করলে সেটা তো মানতে হবে।
অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, মেয়ে সুহানার সব কথা তার বাবা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।