রেফারি লাঞ্ছিত, ঘুমিয়ে আছে বাফুফে!

রেফারি লাঞ্ছিত, ঘুমিয়ে আছে বাফুফে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:১২ 43 ভিউ
পাওনা অর্থ পরিশোধ করে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার ওপর মাঠে লাঞ্ছিত হচ্ছেন রেফারি। তবু কোনো প্রতিক্রিয়া নেই বাফুফের। রেফারিদের সম্মান ও দাবি-দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনেরও নেই কোনো প্রতিবাদ কর্মসূচি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে গত দুই সপ্তাহে রেফারিদের লাঞ্ছিত হওয়ার তিনটি ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল ফর্টিস মাঠে পিডব্লুডি ও ওয়ারীর ম্যাচের বিরতিতে দেখা যায় কয়েকজন কর্মকর্তাকে রেফারির ওপর চড়াও হতে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা কবীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দিতে দেখা যায়। সহকারী রেফারির কাছ থেকে পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও বাফুফে ওয়ারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কিছুদিন পরই গাজীপুরে বিসিএলের আরেক ম্যাচে রেফারি লাঞ্ছনার ঘটনা ঘটে। তবে এসব কিছু ছাপিয়ে যায় রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচে। রেফারি জিএম চৌধুরীকে খেলা শেষে বেদম প্রহার করা হয়। তিনি মাঠে লুটিয়ে পড়েন। এরপর আরেক দফা মারের শিকার হন। রেফারিদের সঙ্গে এমন ঘটনা ঘটার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনো বিচারের কোনো খবর নেই। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তিনটি ঘটনাই ডিসিপ্লিনারি কমিটির কাছে রয়েছে। তারা বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত শাস্তি কার্যকর করবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন