মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন?

মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ১০:৩০ 6 ভিউ
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি রেডিটে ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় অংশ নেন। সেখানে এক ভক্ত জানতে চান, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও তাবুর মতো মুসলিম তারকারা কি প্রতিদিন নামাজ পড়েন? শাবানা নামের সে ভক্ত প্রশ্ন করেন, ‘আসলে জানতে চাই, আমাদের মুসলিম তারকারা যেমন শাহরুখ, আমির, সালমান আর তাবু – তারা কতটা ধর্মপ্রাণ? আপনি কি বলতে পারেন? কারণ আমেরিকার বন্ধুরা ভাবে তারা নাকি বেশি ধার্মিক না। এটা কি সত্যি?’ ফারাহ খান উত্তরে বলেন, ‘প্রিয় শাবানা, কেউ আপনার প্রশ্নে বিরক্ত হবে না, চিন্তা কোরো না। অন্য তারকাদের ব্যাপারে বললে, আমি জানি শাহরুখ খুব ভালো একজন মানুষ। সে অনেক দান করে, ইন্ডাস্ট্রির ভেতরেও সাহায্য করে, বাইরেও করে।’ তিনি আরও জানান, জনপ্রিয় বলিউড অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমি, যিনি তাবু নামে বেশি পরিচিত, তিনি নিয়মিত নামাজ পড়েন। ফারাহ বলেন, ‘তাবু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি জানি সে নিয়মিত নামাজ পড়ে। তবে সে যদি না-ও পড়তো, তবুও সে ভালো মানুষ। সালমান সম্পর্কে আমি জানি না, কিন্তু সে সবসময় প্রস্তুত থাকে কাউকে সাহায্য করার জন্য। আমার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে সাহায্য করা, ধর্ম নয়।’ এরপর ভক্ত জানতে চান, ফারাহ নিজে নামাজ পড়েন কি না বা রমজানে রোজা রাখেন কি না। প্রশ্ন ছিল, ‘আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনি কি নামাজ পড়েন বা রমজানে রোজা রাখেন? আমার মনে হয় আপনি এই সব করেন না, যেমন লাকি আলি করেন। উনি খুব ধার্মিক, আমাদের চ্যাটরুমে বলেছিলেন উনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাই না বন্ধুরা?’ জবাবে ফারাহ বলেন, ‘শাবানা, আমি নামাজ পড়ি না, কিন্তু রোজা রাখি। আর আমি আমার আয়ের একটা অংশ দান করি, যেটা ‘যাকাত’। আমি চেষ্টা করি ভালো ব্যবহার করতে, সৎ থাকতে, পরিশ্রমী হতে – আমার মতে এগুলোই আসল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি কেউ এসব না করে, তাহলে সেটা কোনো লাভের না!’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস জুনেও অনিশ্চিত সাফ ফুটবল সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি ক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পালটা নিষেধাজ্ঞা চীনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে জামায়াতে ইসলামী প্রতিবাদ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছে একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ ইপিআই বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে জনবলের ঘাটতি বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যাল দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা