ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু

ভোটের রাজনীতির হিসাবে বিএনপি-জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক:মঞ্জু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৭ 27 ভিউ
একসময় জামায়াতের আমির বলেছিলেন, তারা আওয়ামী লীগকে ‘মাফ’ করে দিয়েছেন। কিন্তু এর অর্থ কী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের অবস্থান কি সত্যিই সুস্পষ্ট? এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এক টকশোতে এ বিষয়ে বললেন, "বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ থাকলে বিএনপি এবং জামায়াত-দুই দলেরই লাভ।" মঞ্জুর ব্যাখ্যা অনুযায়ী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন বিএনপি-জামায়াত জোট ধরে রাখতে পারে। এতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বাড়ে এবং জামায়াতও বেশি আসন পায়। কিন্তু আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলে বিএনপি এককভাবে রাজনীতিতে উঠে আসে, আর জামায়াত নিগৃহীত হয়, আলাদা হয়ে পড়ে। বর্তমানে বিএনপি-জামায়াতের মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে, তা এই কারণেই। আওয়ামী লীগ থাকলে বিএনপির আরও একটি সুবিধা হয়-তারা ইসলামপন্থী ও ধর্মীয় দলগুলোর ভোট পায়। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি এই ভোট ব্যাংক ধরে রাখতে চায়, এবং ধর্মভিত্তিক দলগুলোও বিএনপির প্রতি নমনীয় হয়। ১৯৯১ সালের পরবর্তী নির্বাচনগুলোতে দেখা গেছে, বিএনপি-জামায়াত একসাথে থাকলে তারা আওয়ামী লীগকে হারাতে পারে। কিন্তু ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত আলাদা হয়ে গেলে আওয়ামী লীগ সহজেই ক্ষমতায় আসে। এই কারণেই বিএনপি ও জামায়াত সাম্প্রতিক সময়ে নমনীয় অবস্থান নিচ্ছে। হাসিনা সরকার টিকে গেলে বিএনপি-জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এবার শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপি-জামায়াতের নাম নেননি, যা বেশ চমকপ্রদ। অথচ সাম্প্রতিক হামলাগুলোর ছবিতে বিএনপি-জামায়াতের কর্মীদের উপস্থিতি স্পষ্ট। বিএনপি-জামায়াত প্রকাশ্যে এ ঘটনাগুলোকে সমর্থন না করলেও বাস্তবে তাদেরই সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। মঞ্জু বলেন,এটাই প্রমাণ করে যে ভোটের রাজনীতির হিসাব অনুযায়ী, বিএনপি-জামায়াত মনে করে আওয়ামী লীগ থাকাই তাদের জন্য সুবিধাজনক। কারণ আওয়ামী লীগ না থাকলে মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবে শুধু একজন। আর একক খেলোয়াড়ের মাঠে টিকে থাকা কঠিন। তাই বিএনপি-জামায়াতের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হলো, আওয়ামী লীগকে টিকিয়ে রেখে নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দলে ফিরতে চান সেই নিষিদ্ধ ক্রিকেটার ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আসছে ঈদেও মুক্তি পাবে আশনা হাবিব ভাবনা অভিনীত একটি সিনেমা নির্মিত হয়েছে আটজন তারকাশিল্পী নিয়ে ঈদের বিশেষ নাটক সিনেমায় শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই কুরআনের বিধান প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে হাসনাতের পোস্ট শিষ্টাচারবহির্ভূত : নাসীর উদ্দীন পাটওয়ারী ১০০ টাকা নিয়ে কুমিল্লা শহরে আসা এই সংগ্রামী নারী এখন কোটিপতি সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: চট্টগ্রাম-৭ বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান অনেকেই মনে করি সুরের লহরি নৃত্যের তালই সংস্কৃতি, এটা সত্য নয় রাজধানীর সড়কে লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে চলছে যৌথ অভিযান তিস্তা পাড়ের অধিক ভাঙন কবলিত ২০ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য তৈরিতে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল হাসিনাবিরোধী আন্দোলনে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি