বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধানের খেত

বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধানের খেত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:২৭ 33 ভিউ
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের হাজার হাজার একর বোরো ধানের খেত। বোরো ধান পেকে আছে জমিতে। গত কয়েকদিনের একটানা বৃষ্টির কারণে কেটে তুলতে পারছেন না কৃষকেরা। অনেক এলাকায় ধান কাটার জন্য মিলছে না শ্রমিক। নিচু জমিতে জমে গেছে হাঁটু-কোমর পানি। পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। গত চারদিনে রাজশাহীসহ আশেপাশের জেলাগুলোতে ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত না কমলে বরেন্দ্র অঞ্চলের অর্ধেক বোরো ধান জমিতে নষ্ট হবে বলে আশঙ্কা করেছেন কৃষকেরা। রাজশাহীর বরেন্দ্র এলাকার তানোরের কৃষকেরা জানান, বোরো ধান কাটা শুরু হতে না হতেই গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এলাকার অনেক বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। রোদ না থাকায় ধান কেটে মাড়াই করাও যাচ্ছে না। ফলে কাটা ধানের স্তুপে বীজ গজিয়ে উঠছে। তানোরের গোপালপুর গ্রামের কৃষক জাহেন আলী বলেন, সাত বিঘা বোরোর মধ্যে দেড় বিঘা মতো কেটে তোলার পর থেকেই অনবরত বৃষ্টিপাত হচ্ছে। ধান কেটে নাড়া শুকানোর জন্য জমিতে ফেলে রাখতে হয় দুইদিন। কিন্তু রোদ নেই। একবেলা রোদ হলে আরেক বেলায় বৃষ্টি হয়ে ধান ভিজে যাচ্ছে। আবার এই সময়ে শ্রমিক মিলছে না ধান কাটার জন্য। ফলে চরম বিপাকে পড়েছে কৃষকেরা। তানোরের অর্ধেকের বেশি বোরো ধান জমিতেই রয়েছে বলে জানান তিনি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুড়া গ্রামের কৃষক দুরুল হোদা বলেন, বোরো ধান কেটে তুলতে পারছে না এলাকার কৃষকেরা। নিচু বিলা এলাকাগুলোর ধান তলিয়ে গেছে বৃষ্টিতে। ঝড় আর বৃষ্টিতে ধান শুয়ে পড়েছে জমিতে। তার ওপর টানা বৃষ্টি চলছে। এলাকার শত শত বিঘা বোরো ক্ষেতে পানি জমে গেছে। কৃষকরা কোনোভাবেই ধান তুলতে পারছে না জমি থেকে। বোরো ধান কাটা মাড়াই বন্ধ থাকায় বরেন্দ্র অঞ্চলের হাটবাজারে নতুন ধানের আমদানি কমে গেছে। ফলে বেড়ে গেছে ধানের ধান দাম। কৃষকরাও ধান বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছে। রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের চারজেলা নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে চলতি মওসুমে ৩ লাখ ৭৬ হাজার ৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এই পরিমাণ জমি থেকে ১৬ লাখ ৭৯ হাজার ৪৫ মেট্রিক টন বোরো ধান পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান জানান, গত কয়েকদিনে বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে। বোরো কাটা মাড়াইয়ের জন্য রোদ দরকার। ইতিমধ্যে অর্ধেক বোরো ধানই জমিতে আছে। কোথাও কোথাও বোরোর ক্ষেতে পানি জমেছে। বিশেষ করে বরেন্দ্রের নিচু জমিতে। আবহাওয়া পরিস্কার হলে চাষিরা দ্রুত ধান কেটে তুলতে পারবে বলে আশা করছেন তিনি। তবে একটানা বৃষ্টির কারণে কিছু ক্ষতি হবে কৃষকদের। যদিও তার আশা এতে বোরোর ফলনে খুব বেশি হেরফের হবে না। বৃষ্টির পানি জমে থাকা জমিগুলির আইল কেটে দিয়ে পানি বের করার পরামর্শ দিচ্ছি আমরা। এতে অন্তত ধানের ক্ষতিটা কম হবে। রাজশাহীর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২৪ মে রাজশাহীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার আগের দিন ২৩ মে ৩১ দশমিক ৮ মিলিমিটার ও ২২ মে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৮৪ মিলিমিটার। গত ২৫ মে ২৫ মিলিমিটার ও ২৬ মে দুপুর পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের মতে আরও এক দুইদিন রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে রাজশাহীর পবা উপজেলার পরিলা ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার বোরো চাষি সাজ্জাদ হোসেন জানান চলতি মওসুমে তার ৩ বিঘা জমিতে বোরো ধান রয়েছে। এরমধ্যে ২৮ জাতের ধান রয়েছে ১ বিঘা ও ২৯ জাতের ধান রয়েছে ২ বিঘা জমিতে। ২৮ জাতের ধান ও ধানের গাছে রঙ ধরেছে। ধান কেটে এখন ঘরে তুলতে হবে। কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে ধান কাটা যাচ্ছে না। এরই মধ্যে জমিতে বৃষ্টির পানি জমে গেছে। তবে বৃষ্টিপাত না হলে পানি শুকাতে ৩ থেকে ৪ দিন লাগবে। নতুবা ধানের খড় পচে নষ্ট হয়ে যাবে। ধানেও বীজ গজিয়ে উঠতে পারে। রাজশাহীর পবার ধান চাষি মোয়াজ্জোম হোসেন বলেন, যে ধানগুলো জমিতে ন্যুইয়ে পড়েছে সেগুলো হাঁটু পানিতে ডুবে আছে। এসব ধান দ্রুত সময়ে কাটা না গেলে পচে নষ্ট হয়ে যাবে। এছাড়া যে ধানগুলো আগে কাটা ছিল সেগুলোর চারা গজাতে শুরু করেছে। এই ধানের চাল হবে না। আর হলেও ভাতে গন্ধ বের হবে। একই সঙ্গে পানি জমে পচন ধরেছে ধানের খড়ে। তিনি বলেন, এখন জমি থেকে পানি নিষ্কাশন ছাড়া ধান কাটা যাবে না। জমি থেকে পানি সেচে বের করতে খরচ হবে আড়াই থেকে তিন হাজার টাকা। এরমধ্যে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। তার এলাকায় দুর্গাপুর উপজেলা থেকে শ্রমিক নিয়ে এসে ধান কেটেছেন এলাকার আরেক চাষি সিরাজুল ইসলাম। ধান কাটার বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা থেকে শ্রমিক এনে চার বিঘা জমির ধান কাটা হয়েছে। তবে এসব ধান মাড়াই করা যায়নি বৃষ্টির কারণে। রোদ না ফুটলে ধান চাষিদের ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি। রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, যেসব বোরো ক্ষেতে পানি জমেছে সেগুলো থেকে আইল কেটে পানি বের করতে হবে। আমরা চাষিদের এমনই পরামর্শ দিচ্ছি। জমিতে যেসব ধান কাটা পড়ে আছে সেগুলো তুলে ফেলতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা