বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৪৬ 23 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়। এ সময় আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে বাংলাদেশে জাপান বিনিয়োগ বাড়বে। পাশাপাশি দেশটিতে প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বক্তব্য দেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার (আজ) আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকটি বিকাল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। শফিকুল আলম বলেন, ‘মাতারবাড়ি প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে। পাশাপাশি দেশটিতে বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে।’ তিনি বলেন, ‘মাতারবাড়ি নিয়ে মহাপরিকল্পনায় (মাস্টার প্ল্যান) জাপান সহযোগিতা করবে। ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশই জাপান দেবে। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো এ সফরের উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যে অনেকটাই সফল হয়েছে। জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি জেটপোর সঙ্গে কথা হয়েছে। তারা বিনিয়োগে পজিটিভ রেসপন্স করেছে। জাপানে কর্মী পাঠানো এবং দেশটির জনশক্তি রপ্তানির বাজার নিয়ে কাজ করারও অপার সম্ভাবনা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘জাপান ৫ বছরে ১ লাখ লোক নিতে চায়। এ বিষয়েও কাজ করা হবে। এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো, তারও সমাধানে আলোচনা হয়েছে।’ প্রেস সচিব বলেন, ‘এ সফরে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর অন্যতম একটি হলো-জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য ৪ দশমিক ২ মিলিয়ন ডলার দিচ্ছে।’ শফিকুল আলম বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন তার দেশ অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে।’ রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, সে বিষয়ে জাপানের সহায়তা চেয়েছেন। তারা যেন আরও বেশি চেষ্টা করে, সেটিও তিনি বলেছেন।’ গুম কমিশন নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘গুম কমিশন দিন-রাত কাজ করছে। এমনকি শুক্রবার ও শনিবারও। মূলত বিস্তারিত তথ্য নিয়ে ধাপে ধাপে খুঁটিনাটি কাজ করতে হয়। পুরো জাতি জানতে চায় গুমের ঘটনায় কী ঘটেছে।’ তিনি বলেন, ‘ বৈঠকে প্রধান উপদেষ্টা সংলাপের সূচনা করবেন এবং আলোচনা চলমান থাকবে। ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন বড় দলগুলোর মধ্যে শুধু একটি দল নির্বাচন চায়।’ সংলাপে অংশ নেবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল : রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সেসব সংস্কার বাস্তবায়নও করব। জাতীয় ঐকমত্য তৈরি করতে সোমবার থেকে আলোচনা শুরু হবে, আমরা তাতে যাব। তবে আমরা চাই, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল একমত হয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হোক।’ বিএনপি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপে যাবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। এনিয়ে রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। সংলাপে প্রথম ধাপের ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো জানতে চাইতে পারে বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অনড় থাকবে দলটি। প্রসঙ্গত প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার হলিউড সিনেমায় শাকিব খান! দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি ইসরাইলে কেন এতো ভারতীয়, কী করেন তারা ইসরাইলি হামলায় ইরানের ৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত ভয়েস অব আমেরিকায় সর্বোচ্চ ছাঁটাই হানিমুনে গিয়ে স্ত্রী আটক, একাই ফিরলেন বর আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি: রিজভী ভুয়া পরিচয়ে প্রেম, বিয়ে করতে এসে টিকটকার ধরা কাঁচামরিচের কেজি ১০ টাকা যশোর হাসপাতাল টয়লেটে প্রসূতির সন্তান প্রসব ‘আগামীকাল বাঁচব কিনা’ বলার ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু মুক্তাগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন এবার ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো হারিয়ে দিল ইউরোপের চেলসিকেও ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল অর্থ পাচারে রাজনীতিক আমলা ব্যবসায়ী নির্বাচনি বছরে বাড়ে টাকা পাচার গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১১ বিতর্কিত তিন জাতীয় নির্বাচনের নেপথ্যে ছিলেন যে ৩ সিইসি