নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ

নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১৪ 19 ভিউ
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, জুলাইপূর্ব হাসিনার ফ্যাসিবাদী শাসন দিল্লীর আধিপত্যবাদীদের প্রত্যক্ষ সমর্থনে বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভাজিত করে মানুষের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আলেম-ওলামাসহ ইসলামপন্থিদের ওপর গণহত্যা চালিয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আলী আহসান জুনায়েদ বলেন, জামায়াত-শিবির পরিচয় ধারণ করলেই তাকে নির্মম টর্চারের লক্ষ্য বানিয়েছে। ডান কিংবা বাম যে আদর্শেরই হোন, বিবেকবান হলেই জুলুমের শিকার হতে হয়েছে। জুলুমের নিশানা হয়েছেন ধর্ম-বর্ণ-পেশা-লিঙ্গ-মতাদর্শ নির্বিশেষে সব নীতিনিষ্ঠ বিবেকবান ব্যক্তি। তিনি বলেন, অতঃপর ফ্যাসিবাদ যে বিভাজনরেখা দাঁড় করিয়ে আমাদের নিঃশেষ করতে চেয়েছিল, আমরা একসঙ্গে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চেয়েছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাইলে যোগ্য ও নৈতিক নেতৃত্ব লাগবে, পেশীশক্তি ও চাঁদাবাজি-দুর্নীতি নির্ভর রাজনীতিকে হটানো লাগবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী কার্যকর অবস্থান লাগবে, ইসলামোফোবিয়া ও ধর্মবিদ্বেষ দূর করা লাগবে, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থাপনা লাগবে, উন্নত অর্থনৈতিক মডেল লাগবে ইত্যাদি। জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, সবার আগে লাগবে জুলাইয়ের ঐক্য। জুলাই আমাদের কাছে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মডেল যেখানে বাংলাদেশের স্বার্থই একমাত্র স্বার্থ। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য এখনো আছে। জনগণ চাইলে সে ঐক্য আরো পোক্ত হবে। জুনায়েদ বলেন, মনে রাখতে হবে, জুলাই প্রাসঙ্গিক থাকলে বাংলাদেশের তরুণসমাজসহ আপামর জনগণের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আশা, স্বপ্ন আর এসপিরেশন পূরণের বাস্তবতা তৈরি হয়। সে লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকজনের কাছে পৌঁছতে হবে। জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে একটা শক্তিশালী ‘সোশ্যাল ফোর্স’ (সমাজ থেকে স্বতঃস্ফূর্ত চাপ) তৈরি করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। সাংস্কৃতিকক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসতে হবে যাতে এই অঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, ইতিহাস-ঐতিহ্যের প্রকৃত প্রতিফলন ঘটে। নতুন নতুন গান, নাটক, সিনেমা, কবিতা, উপন্যাস রচনা হবে এসব ঘিরে। তরুণসমাজ এই সাংস্কৃতিক ধারায় নেতৃত্ব দেবে। অর্থনৈতিক পলিসি নির্ধারণ করতে হবে। বিশ্লেষণপূর্বক পুরোনো শিল্পের কলেবর বাড়ানো কিংবা পুনরুজ্জীবিত করতে হবে। আমাদের চাহিদা ও সামর্থ্যের আলোকে নতুন নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সে অনুযায়ী পর্যাপ্ত স্কিলড পারসন তৈরিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে করতে নতুন রাজনৈতিক ধারা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। সেজন্য লাগবে দীর্ঘ সময়, ধৈর্য, যথাযথ কৌশল ও পরিকল্পনা। লাগবে আপনাদের প্রত্যেকের দোয়া, ভালোবাসা, স্বতঃস্ফূর্ত পরামর্শ ও প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা। সর্বোপরি লাগবে মহান রবের অপার করুণা। আমরা আসছি আপনাদের ঘরে ঘরে। নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে এইপথ হাটব, ইনশাআল্লাহ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাগ্যের সহায়তায় ফেডারেশন কাপের ফাইনালে কিংস জুনেও অনিশ্চিত সাফ ফুটবল সম্মতি ছাড়া মেয়েদের গায়ে হাত দেন অনুরাগ, শাস্তি চান অভিনেত্রী পায়েল আমিশার ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি ক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পালটা নিষেধাজ্ঞা চীনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে জামায়াতে ইসলামী প্রতিবাদ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছে একই গ্রামের ৬ রাজমিস্ত্রী শ্রমিক পাঁচদিন ধরে নিখোঁজ চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে সন্তানের মুখ দেখা হলো না হাফেজ ওবায়দুল্লার গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ ইপিআই বড় প্রতিবন্ধকতা হিসেবে উঠে এসেছে জনবলের ঘাটতি বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় চারঘাটে ইজারা ছাড়াই পদ্মার মাটি লুটে নেওয়া হচ্ছে চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যাল দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকা