নিউজ ডেক্স
আরও খবর
হিরো আলম গ্রেপ্তার
সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী
রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত
‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’
ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু
নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায়
ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকা ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রীকে কটাক্ষ!
একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। স্টেজ শো, বিজ্ঞাপন এবং অভিনয়ে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে মডেলিং জগতে তিনি অনন্য। তাকে অনেকেই আইডল মানেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তিনি অনিয়মিত। তবে এখনও মডেলিং করছেন। আশ্চর্য হলেও সত্যি, একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল। শুধুই ভালোবাসার তাগিদে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’-তে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ মডেল অভিনেতা। কোনো চুক্তি বা নিষেধাজ্ঞা নেই, তবুও অন্যান্য প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এলেও তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমনটাই জানান এ মডেল। এরইমধ্যে নোবেল প্রতিষ্ঠানটির আগামী ঈদ কালেকশনের কাজে অংশ নিয়েছেন। করেছেন ফটোশুট। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি।’ এদিকে বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে আপাতত কাজ করছেন না বলে জানিয়েছেন নোবেল।
অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে, অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেও ছিল। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’ ঈদে নতুন কোনো কাজে দেখা যাবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ঠিক করিনি। তবে না যাওয়ারই সম্ভাবনা। সময় হলেই সবাই জানতে পারবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।