একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল

একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৭ 49 ভিউ
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। স্টেজ শো, বিজ্ঞাপন এবং অভিনয়ে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি। বিশেষ করে মডেলিং জগতে তিনি অনন্য। তাকে অনেকেই আইডল মানেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তিনি অনিয়মিত। তবে এখনও মডেলিং করছেন। আশ্চর্য হলেও সত্যি, একটি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ বছর ধরে কাজ করছেন নোবেল। শুধুই ভালোবাসার তাগিদে ফ্যাশন হাউস ‘ইনফিনিটি’-তে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ মডেল অভিনেতা। কোনো চুক্তি বা নিষেধাজ্ঞা নেই, তবুও অন্যান্য প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এলেও তিনি তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমনটাই জানান এ মডেল। এরইমধ্যে নোবেল প্রতিষ্ঠানটির আগামী ঈদ কালেকশনের কাজে অংশ নিয়েছেন। করেছেন ফটোশুট। এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে তাদের প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কটা অনেকটাই পারিবারিক হয়ে উঠেছে। আমাকে ঘিরে তাদের স্পেশাল প্ল্যান থাকে সবসময়, আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যথারীতি আগামী ঈদের জন্য তাদের কাজ করেছি। রাজধানীর বনানী শেরাটনে কাজ হয়েছে এবার। আমাকে নিয়ে তাদের প্ল্যান, পুরো ইউনিটের আন্তরিকতা এবং ভীষণ পরিপাটি গুছানো কাজ তাদের। সবমিলিয়ে তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট থাকি।’ এদিকে বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে আপাতত কাজ করছেন না বলে জানিয়েছেন নোবেল। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিন্তু অভিনয়ের মানুষ নই। যা করেছি আসলে অনুরোধে করেছি। করতে করতে দেখলাম যে, অনেক নাটকেই অভিনয় করা হয়েছে। তাতে আমার কাছে মনে হলো এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে। যে কারণে এখন আর অভিনয় করছিনা। তাছাড়া এরইমধ্যে কিছু স্ক্রিপ্ট এসেও ছিল। তাতে আমার কাছে নতুন কিছুই মনে হলোনা যা দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করবে।’ ঈদে নতুন কোনো কাজে দেখা যাবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ঠিক করিনি। তবে না যাওয়ারই সম্ভাবনা। সময় হলেই সবাই জানতে পারবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ