ইরানে ইসরাইলি হামলার নিন্দা পাকিস্তানের, জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান

ইরানে ইসরাইলি হামলার নিন্দা পাকিস্তানের, জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১১:০১ 41 ভিউ
ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, একে ‘অন্যায্য ও অবৈধ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ। শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থি। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।’ শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। ইসরাইল শুক্রবার জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালিয়েছে। এই অভিযান দীর্ঘস্থায়ী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব, যার লক্ষ্য—তেহরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেওয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাতানজে পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার পর ইসরায়েল দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে, প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায়। ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, বাহিনীর শীর্ষ কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন এবং রাজধানী তেহরানে বাহিনীর সদর দপ্তরেও হামলা হয়েছে। একটি আবাসিক এলাকায় হামলায় কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই হামলার কড়া প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, ‘আমরা ইরানের জনগণের সঙ্গে দৃঢ় সংহতি প্রকাশ করছি এবং এই স্পষ্ট উসকানিমূলক আগ্রাসনের নিন্দা জানাচ্ছি, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।’ পাকিস্তান আরও বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের উচিত অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করা এবং দোষী পক্ষকে জবাবদিহির আওতায় আনা।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে ইরানিদের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এই অযৌক্তিক ও চরমভাবে দায়িত্বজ্ঞানহীন হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি এমনিতেই উত্তপ্ত একটি অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে সংঘাত আরও গভীর না হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হামলাটিকে ‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই জঘন্য কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে এবং মানবতার বিবেককেও আঘাত করেছে।’ এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।’ তিনি বলেন, পাকিস্তান ইরান সরকার ও জনগণের পাশে রয়েছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও ইসরাইলের ‘এই উসকানিমূলক ও অযৌক্তিক হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ইরানের জনগণের পাশে আছি। বিশ্বে দায়িত্বশীল সব রাষ্ট্র এবং জাতিসংঘের উচিত সংঘাত নিরসনে সম্মিলিতভাবে কাজ করা এবং আন্তর্জাতিক আইনকে রক্ষা করা’। এদিকে পাকিস্তানের সিনেট ও জাতীয় পরিষদ একযোগে একটি প্রস্তাব পাস করেছে, যেখানে ইরানের ওপর ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে আবাসন সংকটে ডিএমপি, ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে রাত কাটে পুলিশের স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু মঙ্গলবার আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া