অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে জানান দিলেন কাজল

অবশেষে দীর্ঘ খরা কাটিয়ে দুর্দান্তভাবে নিজেকে জানান দিলেন কাজল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:২৮ 34 ভিউ
গত বছরের ২৫ অক্টোবর নেটফ্লিক্সে যখন ‘দো পাট্টি’ সিনেমাটি মুক্তি পায়- তখনই তার ভক্তরা ধরে নিয়েছিলেন, দীর্ঘ সাফল্যখরা কাটিয়ে উঠবেন কাজল। শশাংক চতুর্বেদি পরিচালিত ওই ড্রামা থ্রিলারে ইন্সপেক্টর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুরিয়ে যাননি। এ সিনেমায় তার সহ-অভিনেত্রী ছিলেন কৃতি শ্যানন। চলতি বছরেও মুক্তি পাচ্ছে কাজল অভিনীত কমপক্ষে তিনটি সিনেমা। দারুণ সব গল্প নিয়ে সিনেমাগুলোর বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন বাজিগরের প্রিয়া চোপড়াখ্যাত কাজল মুখার্জি। তাই, ধরেই নেওয়া যায় বছরটি হবে কাজলের। চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই সতর্ক এ তনুজাকন্যা। সিনেমায় অভিনয়ের বিষয়ে চরিত্র নিয়ে কোনোরকম ছাড় দিতে নারাজ কাজল। সেই সংকল্পে স্থির থাকতে মনসুর খানের সুপারহিট সিনেমা জোশ-এ অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় বিষয়টি নিয়ে বেশ হইচইও পড়ে গিয়েছিল। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ ‘জানে তু ইয়া জানে না’র মতো সুপারডুপার হিট সিনেমার পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া চাট্টিখানি কথা নয়! আসলে প্রস্তাবটি ছিল শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করা। কাজলের হিসাবটাও ছিল এখানেই। যিনি সবেমাত্র ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো সিনেমায় শাহরুখের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, তিনি হবেন শাহরুখের বোন? এটা কাজল মেনে নেননি। পরে তিনি মিডিয়াকে বলেছিলেন, ‘ওটা ছিল আমার সঠিক সিদ্ধান্ত’। পরে ওই চরিত্রটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। ২৭ জুন মুক্তি পাবে কাজল অভিনীত সিনেমা ‘মা’। বিশাল ফুরিয়া পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রয় প্রমুখ। এরপর মুক্তি পাবে কেওজি ইরানি পরিচালিত সিনেমা ‘সারজামিন’। এতে কাজলের সঙ্গে অভিনয়ে রয়েছেন পৃত্থিরাজ সুকুমারান, জিহান হান্ডা প্রমুখ। এ বছরই মুক্তি পাবে কিন্তু তারিখ নির্ধারিত না হওয়া কাজল অভিনীত আরেকটি সিনেমার নাম ‘মহারানি : কুইন অব কুইন্স’। এ সিনেমা নিয়ে কাজলভক্তদের আগ্রহ বেশি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরন তেজ উপলাপতি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। ধারণা করা হচ্ছে, তিনটি সিনেমার মধ্যে অন্তত দুটি সিনেমা ব্যবসাসফল হবে। পঞ্চাশ বছর বয়স কাজলের তেত্রিশ বছর বয়সি কাজলের ক্যারিয়ার নিয়ে এখন নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে এ সিনেমাগুলোর কারণে। তবে মিডিয়াকে পুরোনো কথার জবাব দিতেই যেন হয়রান হচ্ছেন এ নায়িকা। কাস্টিং-বিষয়ক গুজব যেন তার পিছু ছাড়ছে না। কিছুদিন আগে নতুন করে কথা উঠেছে অনিল শর্মা পরিচালিত রোমান্টিক পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘গাদার : এক প্রেমকথা’ সিনেমায় আমিশা নয়, কাজলকেই প্রস্তাব করা হয়েছিল সকিনা’র চরিত্রে অভিনয়ের জন্য। কাজল অবশ্য সরাসরি এ গুজবের সমাধান করে দিয়েছেন। তার সোজাসাপ্টা জবাব, ‘আমাকে ওই সিনেমায় অভিনয়ের জন্য কেউ প্রস্তাবই দেননি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের টাইপ ১ ডায়াবেটিস স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না, ইসলাম যা বলে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বিসিবি সভাপতি বুলবুল প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের নাটোরে সড়কে ৮ জন নিহত ১২ ঘণ্টার মধ্যে ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার চলাচল শুরুর আগেই খালে ভেঙে পড়ল ৬ কোটি টাকার সেতু রূপগঞ্জে কলেজছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুকফাটা আহাজারি আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ চোখের সামনে তিন বন্ধু পুড়ে মারা গেল ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি বরখাস্ত দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে ফিরে গেল বিমান ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির সম্ভাবনা কমছে ক্ষুধায় পথে পথে পড়ে আছে মানুষ সাগরে লঘুচাপ বৃহস্পতিবার, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ