হাওরে হাউসবোট ঠেকাতে প্রবেশপথে বাঁশের বেড়া

হাওরে হাউসবোট ঠেকাতে প্রবেশপথে বাঁশের বেড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:০৫ 75 ভিউ
জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কোরজোন এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা ও প্রবেশপথে লাল নিশানসহ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া পর্যটকদের সচেতন করতে করণীয় ও বর্জনীয় বিষয়ক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। শুক্রবার (১১ জুলাই) সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এমন উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোস্তফা মিয়া, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সাধারণ সম্পাদক নুর আলম, কোষাধ্যক্ষ আবুল কালামসহ স্থানীয় লোকজন। এদিকে এমন ব্যতিক্রম উদ্যোগ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন টাঙ্গুয়ার হাওর পাড়ের সচেতন মহল। এর আগে, গত ২৩ জুন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশ এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। হাওরের বাহিরে হাউসবোট রেখে ছোট হস্তচালিত নৌকায় হাওরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেয়া হয়। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, হাওর পাড়ের সচেতন মহলের দীর্ঘদিনের দাবি পর্যটকবাহী হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ার প্রবেশ করতে না পারে। সেজন্য হাওরের সীমানা নির্ধারণ করা জরুরি ছিল। কিছুদিন আগে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেন। কিন্তু কোন বাঁধা না থাকায় অনেক হাউসবোট ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এখন বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করায় কাজ হবে বলে আশা করা যায়। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ায় প্রবেশ করতে না পরে তাই বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াত শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে ৫০ বার, কমেছে কত বার? সকাল ৯টার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বিএনপির একজন নেতার চাঁদাবাজির টাকা দিয়েই গণভোট আয়োজন সম্ভব: পাটওয়ারী ঢাকায় জুলাইযোদ্ধা শাফিনের রহস্যজনক মৃত্যু জামায়াত নিষিদ্ধে আলালের বক্তব্যে প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সরকার পতনের কারণ জানালেন অজিত দোভাল! আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫ সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ তীব্র অর্থ সংকটে সরকার ৬ হাজার কোটি টাকায়ও অপূর্ণ আন্তর্জাতিক স্বপ্ন জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু ১ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা