এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৪০ 99 ভিউ
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার। কোনো তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোনো সরকারকে এ দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না। মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রন্টের উদ্যোগে রাজধানীতে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৪৪টি জেলা-মহানগর ইউনিট থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, আগামী ২৮ জুলাই এই হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূজা ফ্রন্টের নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করতে এই হিন্দু মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় সভায় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহসাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) তন্ময় সাহা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশি হিসেবে দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি সভায় পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়া মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত: সাকিব জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি তথ্য অধিদপ্তরের ৪৫ পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার তথ্যপ্রযুক্তি বিপ্লবে বেগম খালেদা জিয়ার অবদান: ইতিহাসে উপেক্ষার রাজনীতি? ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ মৎস্য খামারি যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যবসায় মন্দা রাজস্বে ঘাটতি মঙ্গলবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন ভূমিকম্পে কাঁপল তুরস্ক ভূমিকম্পে কাঁপল তুরস্ক সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার