কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৩৬ 52 ভিউ
কুমিল্লায় সৌদি প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় লাশ হলেন রুবেলের বড় ভাই বাবুল ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর (বাতিশা) নামক স্থানে শনিবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের রুবেলের মরদেহ শনিবার সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকে নিহত রুবেলের বড় ভাই ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া বিমান বন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বিকাল ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছলে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রবাসী রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে ওসমান মিয়া (৪০) মারা যান। এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত বশির মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লড়ি গাড়ি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালে ঘুম থেকে উঠেই সারারাত ভেজানো কিশমিশের পানি খেলে যা হয় গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে আজ কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত? ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ হাঁসের মাংসের যত উপকারিতা শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে:আবহাওয়া অধিদপ্তর মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি