কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে?

কী আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:০৬ 90 ভিউ
গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা আল জাজিরার হাতে এসেছে। শনিবার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের অস্থায়ী এই যুদ্ধবিরতির নিশ্চয়তা দেবেন। হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত ইসরাইলিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে শুরু করে বন্দি এবং ১৮ জন বন্দির মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবারসহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্টসহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। ইসরাইলি বাহিনীর সব আক্রমণাত্মক সামরিক তৎপরতা থেমে যাবে। অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন ১০ ঘণ্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে, ইসরাইল উত্তর গাজা, নেতজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। এই প্রস্তাব অনুসারে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। এর আগে শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে একজন সাংবাদিক ট্রাম্পকে জানান, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। এরপর ট্রাম্প একে স্বাগত জানিয়ে বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালে ঘুম থেকে উঠেই সারারাত ভেজানো কিশমিশের পানি খেলে যা হয় গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে আজ কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত? ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ হাঁসের মাংসের যত উপকারিতা শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে:আবহাওয়া অধিদপ্তর মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি