শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি

শুক্রবার ভোর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৭ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:৫৬ 79 ভিউ
শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হন। খবর আনাদুলু এজেন্সির। ইসরাইলি বাহিনী শুক্রবারের সবচেয়ে ভয়াবহ হামলার একটি চালায় দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্ব অংশে আল-তাহলিয়া রাউন্ডঅ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষদের ওপর। এতে ১৫ জন নিহত ও অন্তত ৯০ জন আহত হন। ইহুদিবাদী ইসরাইল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারসের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে। এতে নারী ও শিশুসহ ৮ জন ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদুলুকে জানান, আশ্রয়কেন্দ্রটিতে এ হামলায় নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। আল-মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে এক হামলায় আরও তিনজন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু ছিল। এছাড়া খান ইউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চারজন বেসামরিক মানুষ নিহত হন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, দক্ষিণ গাজার রাফার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য স্থাপিত তাঁবুগুলোতেও ইসরাইলি গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। গাজার কেন্দ্রস্থলের আল-বুরেইজ শরণার্থী শিবিরে গতকাল রাতে ইসরাইলি বাহিনীর ছোঁড়া এক বোমায় একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় ভেতরে থাকা ৪ জন প্রাণ হারান। অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলের আল-সাবরা এলাকায় একটি পরিবারের বাড়িতে চালানো হামলায় আরও তিনজন নিহত হন। ইসরাইলি বাহিনী একটি স্কুলেও হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। তবে এই হামলায় হতাহতের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একটি ভিন্ন ঘটনায়, খান ইউনিসের উত্তরে একাধিক আবাসিক ভবন ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা, জানায় প্রত্যক্ষদর্শীরা। গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ৫১ জন মানবিক সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ হারান বলে স্থানীয় সূত্রে জানা যায়। আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলাও চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালে ঘুম থেকে উঠেই সারারাত ভেজানো কিশমিশের পানি খেলে যা হয় গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে আজ কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত? ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ হাঁসের মাংসের যত উপকারিতা শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে:আবহাওয়া অধিদপ্তর মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি