জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডেমি লোভেটো

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ডেমি লোভেটো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৪০ 41 ভিউ
গানের মঞ্চ থেকে ব্যক্তিগত জীবনের মঞ্চে এবার নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ডেমি লোভেটো। এবার দীর্ঘদিনের সঙ্গী ও সহশিল্পী জর্ডান ‘জুটস’ লুটসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। রোববার (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়ার একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্বপ্নময় আয়োজন। আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ নিশ্চিত করেছে বিয়ের বিষয়টি। ডেমির বিয়ের সাজ ছিল ঠিক যেন তার গানের মতোই। তিনি পরেছিলেন বিশ্বখ্যাত ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পার্ল-সাদা গাউন, যার সঙ্গে ছিল আইভরি রঙের ক্যাথেড্রাল দৈর্ঘ্যের টিউল ভেইল। পরে পোশাক পাল্টে তিনি পরেন ‘দ্য অড্রি’ নামের হালকা ঝলমলে একটি সিল্ক ড্রেস, মুক্তা দিয়ে সূক্ষ্মভাবে হাতে তৈরি। জর্ডান লুটস, যিনি সংগীতজগতে 'জুটস' নামে পরিচিত। একসময় চলচ্চিত্র ও বাস্কেটবল সংশ্লিষ্ট কাজ করলেও এখন তিনি একজন স্বাধীন সংগীতশিল্পী। তাদের প্রথম পরিচয় ২০২২ সালে, ডেমির অ্যালবাম ‘হলি ফাক’-এ কাজ করতে গিয়ে। সেখানেই ‘সাবস্ট্যান্স’ ও ‘হ্যাপি এন্ডিং’ গানের সহলেখক হিসেবে কাজ করেছিলেন জর্ডান। সেখান থেকে গড়ে ওঠা বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। ২০২৩ সালের ডিসেম্বরে ডেমিকে একান্ত পরিবেশে গান গেয়ে বিয়ের প্রস্তাব দেন জর্ডান, সঙ্গে ছিল পিয়ার-শেপ একটি হীরার আংটি। ডেমি পরে বলেন, ‘জর্ডান শুধু আমার প্রেমিক নয়, সে আমার সবচেয়ে ভালো বন্ধু।’ এই দম্পতি মানসিক স্বাস্থ্য, নিরাময়প্রক্রিয়া এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেন। তাদের সম্পর্ক ছিল একে অপরের পরিপূরক—পেশাগত ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই। বিয়ের পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পতি জানান, আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত। ডেমি ও জর্ডানের এই বিবাহ আন্তর্জাতিক অঙ্গনে সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন হতাহতের সর্বশেষ তথ্য জানাল জাতীয় বার্ন ইনস্টিটিউট রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন ৫ মাস আগে ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে আটক ৬ অপূর্ব সুন্দর এক দ্বীপ, কেন সেখানে পর্যটকরা নিষিদ্ধ? যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী ভারত ‘দক্ষিণ এশিয়ার ইসরাইলে’ পরিণত হয়েছে: সাদিক কায়েম ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের