ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত

ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:৩০ 103 ভিউ
‘তোমরা যা খেতে চাইবে, খাও। যেখানে ঘুরতে যেতে চাও, যাও। আমি বলে দিচ্ছি। আমি তোমাদের খেলায় খুবই খুশি’, শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির খেলোয়াড়দের উদ্দেশে বলছিলেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। পাশে কোচ মওদুদুর রহমান শুভ এবং জাহিদ হোসেন রাজু। মহাপরিচালকের কথায় ভীষণ খুশি চ্যাম্পিয়ন বিকেএসপির অধিনায়ক অর্পিতা পাল। তার কথায়, ‘স্যার খুব খুশি হয়েছেন। তাই আমাদের খাওয়াতে চাইলেন। আমরাও খুশি বিকেএসপিকে ট্রফি এনে দিতে পেরে।’ ডেভেলপমেন্ট কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ফাইনালে তারা ৮-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে শিরোপা জেতে। অধিনায়ক অর্পিতা ও আইরিন আক্তার হ্যাটট্রিক এবং জাকিয়া আফরোজ ও তন্নী খাতুন একটি করে গোল করেন। টুর্নামেন্টে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন অর্পিতা। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া আক্তার। খেলা শেষে ট্রফি ও পদক তুলে দেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এবারের টুর্নামেন্টে ১১টি দল অংশ নিয়েছে। বিকেএসপি বাদে বাকি ১০টি জেলা দল। জেলায় হকির তেমন সুবিধা না থাকলেও দুর্দান্ত খেলেছেন ঢাকার বাইরের মেয়েরা। বিশেষ করে যশোর ও কিশোরগঞ্জের মেয়েরা গোলবন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। টুর্নামেন্টে তৃতীয় হওয়া যশোর ২৮টি এবং কিশোরগঞ্জ ২৪টি গোল করেছে। বিকেএসপির বাইরে ব্যক্তিগত গোল বেশি যশোরের সোনিয়া খাতুনের (১২টি), কিশোরগঞ্জের ফারদিয়া আক্তারের ১১ ও জেলি আক্তারের গোল ছয়টি। একপেশে ফাইনালের জন্য জেলায় সুযোগ-সুবিধার ঘাটতিকে দায়ী করলেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া। তার কথায়, ‘জেলার মেয়েরা সুযোগ-সুবিধা পায় না বললেই চলে। ছয় মাস আমি বিকেএসপিতে কাটিয়েছি। তাই হয়তো ভালো খেলতে পেরেছি। অন্যরা ঘাসের মাঠে অনুশীলন করে এসেছে। তাই কুলিয়ে উঠতে পারেনি।’ জাতীয় নারী হকি দলের সদস্য ফারদিয়া। ভাই মো. রকির খেলা দেখেই হকিতে আগ্রহী হন তিনি। যুব বিশ্বকাপে খেলেছেন অনূর্ধ্ব-২১ দলের মো. রকি। এর আগে দুই ভাইয়ের খেলা দেখেছেন দর্শকরা। এবার লাল-সবুজ জার্সি গায়ে এই প্রথম দেখা যাবে রকি-ফারদিয়া দুই ভাই-বোনকে। ফেডারেশনের সদস্য শহিদুল্লাহ বলেন, ‘হকিতে এবারই প্রথম ভাই-বোন জাতীয় দলের খেলোয়াড়। আগে ভাই-ভাই খেলেছে। ভাই-বোন এবারই প্রথম।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালে ঘুম থেকে উঠেই সারারাত ভেজানো কিশমিশের পানি খেলে যা হয় গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে আজ কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত? ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ হাঁসের মাংসের যত উপকারিতা শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে:আবহাওয়া অধিদপ্তর মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি