এবার ভুটানে খেলতে বাফুফের ছাড়পত্র পেলেন রুপ্না-মাসুরা

এবার ভুটানে খেলতে বাফুফের ছাড়পত্র পেলেন রুপ্না-মাসুরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৫ 74 ভিউ
টানা দুইবার দক্ষিণ এশিয়ারসেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। অথচ, দেশের বাইরের ক্লাবগুলোতে খুব একটা খেলার সুযোগ হয়ে উঠে না। এবার রুপ্না চাকমা ও মাসুরা পারভীনের সেই সুযোগ আসলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। বাফুফের ছাড়পত্র পেয়েছেন তারা। বাফুফের ছাড়পত্র পাওয়ায় ভুটানের ক্লাবের হয়ে খেলতে আর কোনো বাধা নেই এই দুই তারকা ফুটবলারের। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে। জাতীয় দলের সিনিয়র ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন,‌ ‘আমার ও রুপ্নার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।’ ভুটানের নারী লিগের বিষয়ে মাসুরা জানান, ‘এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি সব ঠিক থাকলে খেলতে পারব। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (অধিনায়ক সাবিনা খাতুন) সাহায্য করেছেন।’ বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন,‌ ‘ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, বাংলাদেশি নারী ফুটবলারদের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন সবার আগে এবং সবচেয়ে বেশি বিদেশি লিগ খেলেছেন। এছাড়াও সানজিদার ইস্ট বেঙ্গল এবং কৃষ্ণা রাণী সরকারের ভারতে নারী লিগের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছর ভুটানের ক্লাবের হয়ে এএফসি ওমেন্স লিগে খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা। সাবিনা খাতুন ওই ক্লাবের সঙ্গে থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালে ঘুম থেকে উঠেই সারারাত ভেজানো কিশমিশের পানি খেলে যা হয় গাজীপুরে পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ হঠাৎ কেন ওয়ানডে অধিনায়ক থেকে বাদ পড়লেন রোহিত শর্মা? রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ রাজধানীতে আজ কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর জিম্মি মুক্তি নিয়ে রোববার মিশরে বৈঠক, গাজায় ফিরছে ফিলিস্তিনিরা? বিরল খনিজের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠাল পাকিস্তান দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ, ভরি কত? ইন্দোনেশীয় ভাষায় কোরআনের অনুবাদ হাঁসের মাংসের যত উপকারিতা শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস আগামী পাঁচ দিন বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে:আবহাওয়া অধিদপ্তর মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা ইংল্যান্ড চার্চের প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মালালি