প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা চীনের

প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩১ 69 ভিউ
চীন প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডাটা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হচ্ছে। জন্মহার কমে যাওয়ায় সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করছে। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবার মানোন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা এই খাতে আরও উন্নত ও দক্ষ সেবা নিশ্চিত করবে। রোববার চীনের বার্ষিক টু সেশনস রাজনৈতিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে নাগরিক বিষয়ক মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, আমরা সামাজিক সহায়তা, প্রবীণদের সেবা এবং প্রতিবন্ধীদের সহায়তায় বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগের গতি ত্বরান্বিত করবো। তিনি আরও বলেন, এই উদ্যোগ সেবাগুলোকে আরও সুবিধাজনক, সহজলভ্য এবং মানসম্পন্ন করবে, যা প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জীবনযাত্রাকে উন্নত করতে সহায়ক হবে। প্রযুক্তিতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পায় এবং বর্তমানে দেশটিতে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩১০ মিলিয়নেরও বেশি। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় সরকার ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রযুক্তিনির্ভর নীতিগুলোকে আরও এগিয়ে নিচ্ছে। বেসরকারি চীনা কোম্পানি ডিপসিক চলতি বছরের জানুয়ারিতে তাদের সর্বশেষ এআই চ্যাটবট উন্মুক্ত করার পর থেকে স্থানীয় সরকারগুলো দ্রুত এই প্রযুক্তি তাদের বিভিন্ন সেবার সঙ্গে সংযুক্ত করতে শুরু করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে চীনের কোম্পানিগুলোর জন্য উন্নত এআই চিপ কেনার সুযোগ সীমিত হলেও, ডিপসিকের তুলনামূলক কম খরচের এআই মডেল পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো ফলাফল করেছে। গত মাসে প্রেসিডেন্ট শি জিনপিং প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বিরল এক বৈঠকে সরকারি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি প্রযুক্তি উদ্যোক্তাদের তাদের প্রতিভা প্রকাশের আহ্বান জানান এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর নতুন উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। উক্ত বৈঠকে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং, পাশাপাশি টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধেয়ে আসছে সুপার টাইফুন, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর শাবিতে ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি কুয়েটে সংঘর্ষ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্কবার্তা ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক ৫৮ বছর পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা অবশেষে হাত মেলাল ভারত, তবে… রাত ১০টার পরও চলবে মেট্রোরেল ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে? বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল পাকিস্তানের বিপক্ষে আবারও সহজ জয় ভারতের গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান ৩ দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল ফিলিস্তিনকে ৩ দেশের স্বীকৃতিতে কী লাভ?